
দ্বাদশ বিশ্ব গেমস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করা হয়েছে। এবারের বিশ্ব গেমস অনুষ্ঠিত হচ্ছে চীনের ছেংতু শহরে। বৃহস্পতিবার রাতে আনুষ্ঠানিকভাবে বিশ্ব গেমসের পর্দা ওঠে।
৭ থেকে ১৭ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত এই বিশ্ব গেমসে ৩৪টি খেলার ৬০টি শাখায় ২৫৬টিরও বেশি ইভেন্ট অনুষ্ঠিত হবে। এখানে ১১৬টি দেশ ও অঞ্চলের রেকর্ড সংখ্যক ৬,৬৭৯ জন অংশগ্রহণকারী অংশগ্রহণ করবেন, যাদের মধ্যে ৩,৯৪২ জন ক্রীড়াবিদও রয়েছেন।
ক্রীড়াবিদ এবং দর্শনার্থীদের সহায়তা করার জন্য ৫০০টিরও বেশি নগর পরিষেবা কেন্দ্র এবং ৮,৬০০ জনেরও বেশি স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে।
বিশ্ব গেমস হল অলিম্পিক গেমসের বাইরে সর্বোচ্চ স্তরের আন্তর্জাতিক বহু-ক্রীড়া ইভেন্ট, যা, ১৯৮১ সালে প্রথম আয়োজিত হয় এবং প্রতি চার বছর অন্তর অনুষ্ঠিত হয়।
অলিম্পিক প্রোগ্রামে নেই এমন খেলাধুলাগুলো এই আয়োজনে অন্তর্ভুক্ত থাকে।
উদ্বোধনের আগে, ২৬ জুলাই সিছুয়ান প্রদেশের সাংস্কৃতিক কেন্দ্রস্থল, আইকনিক সানক্সিংডুই জাদুঘরে একটি ঐতিহাসিক মশাল রিলে শুরু হয়েছিল, যেখানে ১২০ জন মশাল বহনকারী অংশ নেয়।