
পাকিস্তানের নতুন হাইকমিশনার ইমরান হায়দার
ঢাকায় পৌঁছেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের নতুন হাইকমিশনার ইমরান হায়দার। ঢাকার পাকিস্তান হাইকমিশন এত বার্তায় জানিয়েছে শুক্রবার (৮ আগস্ট) সকালে ঢাকায় পৌঁছান তিনি।
ইমরান হায়দারকে ঢাকায় স্বাগত জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়, পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার এবং হাইকমিশনের কর্মকর্তারা।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে, কূটনীতিক ইমরান হায়দার এর আগে মিয়ানমার ও তাজিকিস্তানে পাকিস্তানের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। তার আগে তিনি ২০১৬-১৯ পর্যন্ত তেহরানে ডেপুটি হেড অব মিশনের দায়িত্ব পালন করেন।
এ ছাড়া, কূটনীতিক ইমরান হায়দার মাদ্রিদ, দিল্লি, আমিরাত এবং নিউইয়র্কে স্থায়ী মিশনে কাজ করেছেন। তিনি ১৯৯৬ সালে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন।
গত ১১ মে হঠাৎ করে ঢাকা ছাড়েন হাইকমিশনার সৈয়দ মারুফ। প্রথমে দুই সপ্তাহের ছুটির কথা বলা হলেও এরপর তিনি আর কাজে যোগ দেননি।