
গাছের বীজ ছড়িয়ে দেয় শুধু পাখি আর স্তন্যপায়ীরা—এতদিন এমন কথাই বিশ্বাস করতেন বিজ্ঞানী থেকে শুরু করে সাধারন মানুষ। কিন্তু নতুন এক গবেষণা বদলে দিচ্ছে এই ধারণা।
নতুন গবেষণা বলছে, বেংগালিয়া ভেরিকালার নামের একটি মাছি গাছের বীজ ছড়াতে কার্যকর ভূমিকা পালন করতে পারে। এই মাছি একটি ‘ক্লেপ্টোপ্যারাসাইট’, অর্থাৎ সে অন্য প্রাণীর কাছ থেকে খাবার চুরি করে। এ মাছি বীজ চুরি করে পিঁপড়াদের কাছ থেকে। আর এই চুরি করার কারণেই নানা গাছের বীজ ছড়িয়ে যায় দূর দূরান্তে।

গবেষণায় আরও জানা যাচ্ছে, দীর্ঘ মাঠ পর্যবেক্ষণ ও ১৭০টিরও বেশি পরীক্ষায় দেখা গেছে, পিঁপড়া যখন গাছের বীজ নিয়ে যায়, তখন বেংগালিয়া মাছি সেটিকে মাঝপথে ছিনিয়ে নেয়। মাছিটি তখন বীজের চর্বিযুক্ত অংশ খেয়ে মূল বীজটি ফেলে দেয়।
পরে ওই বীজগুলো আবার অন্য পিঁপড়া কুড়িয়ে নেয়। এতেও একাধিকবার বীজের স্থানান্তর হয়। তবে মাছির বহন করা বীজ চলে যায় বহুদূর এবং এতে বীজগুলো অঙ্কুরোদগমের উপযোগী স্থানেও পৌঁছাতে পারে।
চীনের কুনমিং ইনস্টিটিউটের ওই গবেষণায় আরও জানা যায়, বেংগালিয়া মাছির বিস্তৃতি সেইসব অঞ্চলে বেশি যেখানে পিঁপড়া নির্ভর উদ্ভিদ থাকে বেশি। এটি শুধু প্রকৃতির কাকতালীয় ঘটনা নয়, বরং গাছ ও প্রাণীর মধ্যে জটিল ও উপকারী পারস্পরিক সম্পর্কের প্রমাণ।




























