সোমবার । ডিসেম্বর ৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক ফিচার ৯ অগাস্ট ২০২৫, ২:৩৫ অপরাহ্ন
শেয়ার

মঙ্গোলিয়ান নাদাম ফেয়ার বা উল্লাস মেলা [ফটো ফিচার]


Nadam Fair

উত্তর চীনের ইনার মঙ্গোলিয়ায় দারুণ এক মেলা হয়। মেলার নাম ‘নাদাম’ মেলা।

‘নাদাম’ শব্দটির অর্থ হলো ‘উল্লাস’ বা ‘উৎসব’। মঙ্গোলিয়ান জাতিসত্তার জন্য এটি শুধুমাত্র একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং তাদের জীবনের, সংস্কৃতির ও ইতিহাসের গভীর প্রকাশ।

এই মেলায় অনুষ্ঠিত হয় তিনটি ঐতিহ্যবাহী খেলা কুস্তি, ঘোড়দৌড় এবং তীরন্দাজি। এর পাশাপাশি থাকে সংগীত, নৃত্য, খাদ্য, হস্তশিল্প ও লোকজ সংস্কৃতির প্রদর্শনী, যা স্থানীয় বাসিন্দা এবং পর্যটকদের জন্য তৈরি করে এক অনন্য অভিজ্ঞতা।

নাদাম মেলাটি যতটা প্রাচীন, ততটাই আধুনিকও। এবারকার আয়োজনে দেখা গেছে সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে প্রযুক্তির মেলবন্ধন।

এই ধরনের মেলাগুলো শুধু ক্রীড়া ও বিনোদনের মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি একত্রীকরণের প্রতীক, যেখানে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ একত্র হয়ে নিজেদের সংস্কৃতি বিনিময় করার সুযোগ পান।