রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজনেস ১২ অগাস্ট ২০২৫, ৫:১৯ অপরাহ্ন
শেয়ার

চট্টগ্রামে কারখানা করছে চীনা কোম্পানি


BEPZA China

চট্টগ্রামে একটি আধুনিক কারখানা স্থাপন করতে যাচ্ছে চীনের পাইশিলি হাউসহোল্ড প্রোডাক্টস বাংলাদেশ কোম্পানি লিমিটেড। বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে এ সংক্রান্ত একটি চুক্তি করেছে কোম্পানিটি।

কোম্পানিটি গৃহস্থালি পণ্য ও ব্যাগ তৈরির কারখানা স্থাপন করবে। এ লক্ষ্যে ১ কোটি ৪ লাখ ৭০ হাজার মার্কিন ডলার বিনিয়োগ করবে তারা।

মঙ্গলবার রাজধানীর বেপজা কমপ্লেক্সে এই বিনিয়োগ সংক্রান্ত চুক্তিটি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং পাইশিলি হাউসহোল্ড প্রোডাক্টসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বেপজার তথ্য অনুযায়ী, কারখানাটি বছরে প্রায় ২ কোটি ১৪ লাখ ১০ হাজার পিস গৃহস্থালি সংরক্ষণ সামগ্রী, সাজসজ্জার পণ্য এবং বিভিন্ন ধরনের ব্যাগ উৎপাদন করবে। এই শিল্প প্রতিষ্ঠানটি চালু হলে ৯৮৯ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থান হবে বলে জানানো হয়। এই বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের শিল্পায়ন ও রপ্তানি খাত আরও সমৃদ্ধ হবে বলে আশা করছে বেপজা।