
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেন জানিয়েছেন, তিনি একসময় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কাজ করেছেন, যখন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ছিলেন না। সে সময় ট্রাম্প মিস ইউনিভার্স প্রতিযোগিতার সঙ্গে যুক্ত ছিলেন, আর সুস্মিতা ছিলেন মিস ইন্ডিয়া ইউনিভার্স ফ্র্যাঞ্চাইজির মালিক।
মিস ইউনিভার্স থেকে ট্রাম্প সংযোগ
১৯৯৪ সালে প্রথম ভারতীয় হিসেবে ‘মিস ইউনিভার্স’ খেতাব জেতেন সুস্মিতা সেন। এর সুবাদে তিনি বড় বড় তারকাদের সঙ্গে কাজ করার সুযোগ পান। ২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি মিস ইন্ডিয়া ইউনিভার্স ফ্র্যাঞ্চাইজির মালিক ছিলেন। এই সময়েই ট্রাম্পের মালিকানাধীন মিস ইউনিভার্স অর্গানাইজেশনের সঙ্গে তাঁর কাজের সুযোগ হয়।
এক সাক্ষাৎকারে সুস্মিতা জানান, সে সময় তিনি রেনে জুয়েলার্সের সঙ্গে কাজ করছিলেন এবং বিভিন্ন ব্র্যান্ডের প্রচারণায় যুক্ত ছিলেন। হঠাৎই মিস ইউনিভার্স অর্গানাইজেশন থেকে তাঁকে ফ্র্যাঞ্চাইজি নেওয়ার প্রস্তাব দেওয়া হয়। “আমি অবাক হয়ে বলেছিলাম—‘সত্যি? এটা তো স্বপ্নের মতো!’ এরপর আমি বেশ কড়া একটি চুক্তিতে সই করি। ফ্র্যাঞ্চাইজিটি তখন ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন ছিল, যা কাজটিকে সহজ বা আনন্দদায়ক করেনি,” বলেন তিনি।

‘ট্রাম্প আমার বস ছিলেন না’
তবে সুস্মিতা দাবি করেন, ট্রাম্প সরাসরি তাঁর বস ছিলেন না। “আমার একমাত্র বস ছিল প্যারামাউন্ট কমিউনিকেশনস ও ম্যাডিসন স্কয়ার গার্ডেন, কারণ তখন তারা মিস ইউনিভার্সের মালিক ছিল। আমি শুধু ট্রাম্পের ফ্র্যাঞ্চাইজি মালিক ছিলাম,” বলেন তিনি।
ট্রাম্পকে নিয়ে অভিজ্ঞতা
অভিনেত্রী জানান, ট্রাম্পের সঙ্গে কয়েকবার সাক্ষাৎ হলেও তিনি এ বিষয়ে বিস্তারিত বলতে চান না। তাঁর ভাষায়, “সবাই কোনো না কোনো ছাপ রেখে যায়, তা তাদের সাফল্য বা ক্ষমতার জন্য হোক, বা শুধু মানুষ হিসেবে তারা যেমন। তিনি (ট্রাম্প) সেই ধরনের নন।” এভাবে তিনি স্পষ্ট করে জানান যে, ট্রাম্পের সঙ্গে তাঁর অভিজ্ঞতা খুব একটা ভালো ছিল না।
সূত্র: ডিএনএ ইন্ডিয়া