
আগের দিনে বিবাহকে পবিত্র ও সারাজীবনের প্রতিশ্রুতি হিসেবে দেখা হতো। আজকাল এটি ব্যক্তিগত পছন্দে পরিণত হয়েছে, যেখানে দম্পতিরা সুখী না থাকলে আলাদা, শান্তিপূর্ণ জীবন বেছে নেন। সেলিব্রেটিদের ক্ষেত্রে, ডিভোর্স প্রায়ই বিশাল আর্থিক প্রভাবও ফেলে। চলুন দেখি কিছু সবচেয়ে দামী সেলিব্রেটি ডিভোর্স।
হৃত্বিক রোশন ও সুশানে খান
বলিউডের অন্যতম দামী ডিভোর্স ছিল হৃত্বিক রোশন ও সুশানে খানের। শৈশবের প্রেমিক এই দম্পতি ২০১৩ সালে ১৩ বছরের দাম্পত্যের পর আলাদা হওয়ার ঘোষণা দিলে পুরো ইন্ডাস্ট্রিকে চমকে দেন। প্রতিবেদনে বলা হয়, সুশানে চেয়েছিলেন প্রায় ৪০০ কোটি রুপি ক্ষতিপূরণ। চূড়ান্ত সমঝোতা অজানা থাকলেও এটি নিঃসন্দেহে বলিউডের সবচেয়ে ব্যয়বহুল বিচ্ছেদগুলোর মধ্যে একটি।
করিশ্মা কাপুর ও সঞ্জয় কাপুর
করেিশ্মা কাপুর ও ব্যবসায়ী সঞ্জয় কাপুরের দাম্পত্য ২০১৬ সালে দীর্ঘ আইনি লড়াইয়ের পর শেষ হয়। তাদের ডিভোর্স সমঝোতায় করিশ্মাকে একটি বিলাসবহুল বাড়ি এবং বড় অর্থ প্রদান করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, করিশ্মা প্রায় ৭০ কোটি রুপি ক্ষতিপূরণ পান। সঞ্জয় তাদের সন্তানদের জন্য একটি বড় ট্রাস্ট ফান্ডও স্থাপন করতে সম্মত হন।
সাইফ আলি খান ও অমৃতা সিং
সাইফ আলি খান বলিউড ক্যারিয়ারের শুরুতে অভিনেত্রী অমৃতা সিংয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের ১৩ বছরের দাম্পত্য শেষে ব্যয়বহুল ডিভোর্স হয়। প্রতিবেদনে বলা হয়, সাইফ প্রায় ৫ কোটি রুপি ক্ষতিপূরণ প্রদান করেন, পাশাপাশি তাদের দুই সন্তান সারাহ আলি খান ও ইব্রাহিম আলি খানের জন্য আর্থিক নিরাপত্তা নিশ্চিত করেন।
জেফ বেজোস ও ম্যাককেঞ্জি স্কট
অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও ম্যাককেঞ্জি স্কটের ডিভোর্স হল ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল। ম্যাককেঞ্জি প্রায় ৩৮ বিলিয়ন ডলার পান। বিচ্ছেদের পর দম্পতি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখলেও আর্থিক প্রভাব অবিশ্বাস্য ছিল।
মাইকেল জর্ডান ও জুয়ানিটা ভ্যানয়
বেসবল কিংবদন্তি মাইকেল জর্ডানের ২০০৬ সালে জুয়ানিটা ভ্যানয়ের সঙ্গে ডিভোর্সে ১৬৮ মিলিয়ন ডলার ব্যয় হয়, সম্পত্তি এবং কাস্টডি সংক্রান্ত সমঝোতার সঙ্গে।
মেল গিবসন ও রবিন মূর
অভিনেতা মেল গিবসনের ২০১১ সালের ডিভোর্সে প্রায় ৪২৫ মিলিয়ন ডলার ব্যয় হয়। ৩১ বছরের বিবাহের পর কোনও প্রীনাপ্টিয়াল এগ্রিমেন্ট না থাকায় সম্পদের ৫০-৫০ ভাগ হয়।
ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি
হলিউডের সবচেয়ে আলোচিত ডিভোর্সের মধ্যে একটি হলো ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির। শিশুর কাস্টডি ও আর্থিক সমঝোতা নিয়ে দীর্ঘ আইনি লড়াই চলে। জোলি প্রায় ১০০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ চেয়েছিলেন।
পল ম্যাককার্টনি ও হেদার মিলস
গানের কিংবদন্তি পল ম্যাককার্টনির ২০০৮ সালের ডিভোর্সে হেদার মিলস প্রায় ৪৮.৬ মিলিয়ন ডলার পান।
টাইগার উডস ও এলিন নর্ডগ্রেন
গল্ফ তারকা টাইগার উডস ও এলিন নর্ডগ্রেন ২০১০ সালে আলাদা হন। সমঝোতা প্রায় ১০০ মিলিয়ন ডলার, সম্পত্তি ও সন্তানদের তত্ত্বাবধানে খরচ।
আর্নল্ড শোয়ার্জনেগার ও মারিয়া শ্রাইভার
হলিউড অভিনেতা ও প্রাক্তন গভর্নর আর্নল্ড শোয়ার্জনেগারের ২০১১ সালের ডিভোর্স প্রায় ২৫০ মিলিয়ন ডলার সমঝোতার মাধ্যমে সমাপ্ত হয়, বিবাহের ২৫ বছরের পর।


























