রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজনেস ১৩ অগাস্ট ২০২৫, ১১:১৪ অপরাহ্ন
শেয়ার

আস্থার সংকটে সর্বজনীন পেনশনে গ্রাহক বাড়ছে না: অর্থ সচিব


Finance Seretary
সর্বজনীন পেনশন কর্মসূচিতে শুরু থেকেই রাষ্ট্রায়ত্ত ও সরকারি চাকরিজীবীদের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা থাকলেও তা বাস্তবায়ন সম্ভব হয়নি। বর্তমানে চালু থাকা চারটি স্কিম চলমান থাকলেও আস্থার সংকটে গ্রাহক সংখ্যা প্রত্যাশিত হারে বাড়ছে না বলে মন্তব্য করেছেন অর্থ সচিব ড. খায়েরুজ্জামান মজুমদার।

তিনি জানান, জনগণের অংশগ্রহণ বাড়াতে অন্তর্বর্তী সরকার ইতোমধ্যেই বেশ কিছু পরিবর্তন এনেছে। এর অংশ হিসেবে ‘ইউ পেনশন’ নামের একটি মোবাইল অ্যাপ চালু করেছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ।

বুধবার অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে অ্যাপটির উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক, জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মহিউদ্দীন খানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

অনুষ্ঠানে জানানো হয়, ‘ইউ পেনশন’ অ্যাপের মাধ্যমে এখন থেকে ব্যক্তি পর্যায়ে সর্বজনীন পেনশন স্কিমে চাঁদা প্রদান, তথ্য যাচাই, নোটিফিকেশন গ্রহণ, অ্যাকাউন্টের নমিনি পরিবর্তনসহ সব ধরনের কাজ করা যাবে।