
দক্ষিণ-পূর্ব এশিয়ার স্মার্টফোন বাজারে বিশাল সাফল্য অর্জন করেছে চীনের শীর্ষস্থানীয় মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড শাওমি। প্রতিষ্ঠানটি চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ৪৭ লক্ষ স্মার্টফোন সরবরাহ করে চার বছরের মধ্যে প্রথমবারের মতো এই অঞ্চলের বাজারে শীর্ষস্থান দখল করেছে।
শাওমির এই উত্থান কেবল একটি বাণিজ্যিক সাফল্য নয়, বরং এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার মতো দ্রুত বর্ধনশীল বাজারে তাদের শক্তিশালী অবস্থানও প্রমাণ করে।
শাওমির এই সাফল্যের পেছনে এর সাশ্রয়ী মূল্য এবং উন্নত প্রযুক্তির বড় ভূমিকা রয়েছে। শাওমি দীর্ঘদিন ধরেই এই অঞ্চলে নিজেদের অবস্থান মজবুত করার চেষ্টা করে আসছিল। এই অর্জন তাদের সেই দীর্ঘমেয়াদী কৌশলেরই ফল।
স্মার্টফোন ছাড়াও, শাওমি বৈদ্যুতিক যানবাহন এবং অন্যান্য ভোক্তা ইলেকট্রনিক্স পণ্য তৈরি করে। তবে, তাদের স্মার্টফোন ব্যবসার এই সাফল্য বিশ্ব বাজারে তাদের ব্র্যান্ড ইমেজকে আরও শক্তিশালী করেছে।