
গত মাসে যুক্তরাষ্ট্রে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো নতুন রূপের ফিফা ক্লাব বিশ্বকাপ। টুর্নামেন্টের ফাইনালে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ী প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) ৩-০ গোলে হারিয়ে শিরোপা জেতে ইংলিশ ক্লাব চেলসি। এই জয়ের সুবাদে সব মিলিয়ে প্রায় ৮৪.৪ মিলিয়ন পাউন্ড অর্থ পুরস্কার ঘরে তোলে লন্ডনের এই ক্লাব।
দলকে মর্যাদাপূর্ণ শিরোপা জেতানোর স্বীকৃতি হিসেবে খেলোয়াড় ও স্টাফদের জন্য মোট ১১.৪ মিলিয়ন পাউন্ড বোনাস ঘোষণা করেছে চেলসি কর্তৃপক্ষ। এতে করে প্রত্যেকের হাতে পৌঁছাবে প্রায় ৪ লাখ পাউন্ড করে।
তবে এখানেই থেমে থাকেনি ক্লাবটি। তারা জানিয়েছে, বোনাসের একটি অংশ দেওয়া হবে লিভারপুলের প্রয়াত তারকা দিয়াগো জোতার পরিবারকে। গত ৩ জুলাই স্পেনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান জোতা ও তার ভাই আন্দ্রে সিলভা—যিনি নিজেও একজন ফুটবলার ছিলেন। চেলসির এমন মানবিক উদ্যোগ ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ফুটবলপ্রেমীদের প্রশংসা কুড়িয়েছে।
যদিও জোটার সঙ্গে চেলসির সরাসরি কোনো সম্পর্ক ছিল না, তবে তার মৃত্যুতে শোকাহত হয়েছে ক্লাবটি। বিশেষ করে চেলসির খেলোয়াড় পেদ্রো নেতো ছিলেন জোতার জাতীয় দলের সতীর্থ এবং উলভসের সাবেক সহখেলোয়াড়। বন্ধুর মৃত্যুতে ভেঙে পড়া নেতোকে কোচ এনজো মারেস্কা বিশ্বকাপের আগে বিশ্রামের পরামর্শ দিলেও তিনি মাঠে নেমে খেলেছেন এবং গোল উদযাপনে জোতাকে স্মরণ করেছেন। অনেক সতীর্থও একইভাবে তাকে শ্রদ্ধা জানিয়েছেন।
এদিকে, জোতার প্রতি সম্মান জানিয়ে লিভারপুল তার ২০ নম্বর জার্সি আজীবনের জন্য অবসরে পাঠিয়েছে। পাশাপাশি আর্থিক সহায়তাসহ নানা মাধ্যমে প্রয়াত তারকার পরিবারের পাশে দাঁড়িয়েছে ক্লাবটি।




























