
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মালাইকা আরোরা ১৯৯৮ সালে সালমান খানের ভাই আরবাজ খানকে বিয়ে করেছিলেন মাত্র ২৫ বছর বয়সে। তাদের সংসারে জন্ম নেয় একমাত্র ছেলে, আরহান খান। তবে দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের পর ২০১৭ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়, যা ভক্তদের জন্য ছিল এক বড় ধাক্কা।
ডিভোর্সের পর আরবাজ খান দ্বিতীয়বার বিয়ে করেন শুরা খানকে এবং বর্তমানে তারা সন্তান প্রত্যাশার খবরও জানিয়েছেন। অন্যদিকে, মালাইকা আরোরা নিজের ব্যক্তিগত জীবন নিয়ে সবসময় আলোচনায় থেকেছেন।
অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্ক ও বিচ্ছেদ
বিচ্ছেদের পর মালাইকা আরোরা অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান এবং তারা প্রায় ছয় বছরের বেশি সময় একসঙ্গে ছিলেন। তবে গত বছর অর্জুন কাপুর নিশ্চিত করেন যে তাদের সম্পর্কের ইতি ঘটেছে। সিংঘম এগেইন সিনেমার প্রচারণায় তিনি খোলাখুলি তাদের বিচ্ছেদের কথা বলেন।
দ্বিতীয় বিয়ে নিয়ে মালাইকার বক্তব্য
সম্প্রতি পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে দ্বিতীয় বিয়ে প্রসঙ্গে প্রশ্ন করা হলে মালাইকা বলেন, “কখনোই না বলো না। আমি ভীষণ রোমান্টিক। আমি প্রেমে বিশ্বাস করি, প্রেমের সব কিছুর ওপর আমার আস্থা আছে। তাই ভবিষ্যতে কী হবে বলা যায় না।”
তার এই বক্তব্যে ভক্তদের মধ্যে নতুন কৌতূহল তৈরি হয়েছে। তাহলে কি আবার প্রেমে পড়েছেন মালাইকা? নাকি শিগগিরই দ্বিতীয় বিয়ের খবর শোনাবেন তিনি?
তরুণ বয়সের বিয়ে নিয়ে অনুশোচনা
নিজের তরুণ বয়সের সিদ্ধান্ত নিয়ে মালাইকা আরোরা খোলামেলা বলেন, “আমি আমার ছোটবেলার নিজেকে বলতাম, বিয়ের জন্য একটু সময় নাও। এত তাড়াহুড়ো করে বিয়ে করার দরকার নেই। আগে কিছু কাজ করো, জীবনের যাত্রা বোঝো, তারপর বিয়ের সিদ্ধান্ত নাও। আমি তো খুব অল্প বয়সেই বিয়ে করে ফেলেছিলাম।”
মালাইকার এই স্পষ্টবাদী মন্তব্য এখন বলিউড অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ভক্তরা একদিকে যেমন তার রোমান্টিক মানসিকতায় মুগ্ধ, অন্যদিকে জানতে চান—অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্ক ভাঙার পর তার জীবনে কি নতুন কেউ এসেছে?
সূত্র: ডিএনএ ইন্ডিয়া