রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ১৮ অগাস্ট ২০২৫, ৯:৩৭ পূর্বাহ্ন
শেয়ার

শ্লোগান ঘিরে ট্রল, জাহ্নবী বললেন ক্লিপটি এডিট করা


Janhvi-Kapoor
মুম্বাইয়ে জন্মাষ্টমী উপলক্ষে দই হান্ডি উৎসবে অংশ নিয়ে “ভারত মাতা কি জয়” ধ্বনি তোলার পর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রলের মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। শনিবার ঘাটকোপারে আয়োজিত ওই অনুষ্ঠানে তিনি নারকেল ভেঙে ‘মাটকি’ ফাটান এবং সেই সময় শ্লোগান তোলেন।

ভিডিওটি ভাইরাল হতেই অনেকে কটাক্ষ করে বলেন, জাহ্নবী নাকি জন্মাষ্টমীর সঙ্গে স্বাধীনতা দিবস গুলিয়ে ফেলেছেন। মুহূর্তের মধ্যে ভিডিওটি ট্রলের খোরাক হয়ে ওঠে।

তবে সমালোচনার জবাবে জাহ্নবী ইনস্টাগ্রামে পুরো ভিডিও শেয়ার করে জানান, সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো ক্লিপটি আসলে এডিট করা। তিনি ব্যাখ্যা করেন, আসলে ভিড়ের মধ্যে থেকে একজন প্রথমে “বলো ভারত মাতা কি জয়” বলেছিলেন, এরপরই তিনি সেটি পুনরাবৃত্তি করেন। পাশাপাশি তিনি দৃঢ় কণ্ঠে জানান, শুধু জন্মাষ্টমী নয়, তিনি গর্বের সঙ্গে প্রতিদিনই এ শ্লোগান বলবেন।

জাহ্নবী ইনস্টাগ্রামে লিখেছেন, “প্রসঙ্গ বোঝার জন্য পুরো ভিডিও দিলাম। তারা বলার পর আমি না বললেও সমস্যা, আর বললেও ভিডিও কেটে বানানো হয়। আসলে শুধু জন্মাষ্টমী নয়, আমি প্রতিদিনই বলব— ভারত মাতা কি জয়।”

ডিএনএ ইন্ডিয়া জানায়, ভাইরাল হওয়া পূর্ণ ভিডিওতে দেখা যায়, ভিড় থেকে “বলো ভারত মাতা কি জয়” ধ্বনি ওঠার পর জাহ্নবীও তা পুনরাবৃত্তি করে মাটকি ভাঙেন।

প্রসঙ্গত, জাহ্নবী কাপুর বর্তমানে তাঁর আসন্ন ছবি ‘পরম সুন্দরী’র প্রচারণায় ব্যস্ত। সিদ্দার্থ মালহোত্রার সঙ্গে তাঁর এই সিনেমাটি আগামী ২৯ আগস্ট মুক্তি পাওয়ার কথা।