
মহাকাশ পরিবেশ অনুসন্ধান নতুন এবং সংশ্লিষ্ট প্রযুক্তি পরীক্ষার জন্য পরীক্ষামূলক স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে চীন। রোববার দেশটির সিছুয়ান প্রদেশের সিছাং স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে পাঠানো হয় এই স্যাটেলাইট।
বেইজিং সময় ৪টা ৫৫ মিনিটে শাইয়ান-২৮বি ০২ নামের এই স্যাটেলাইট সফলভাবে পূর্ব নির্ধারিত কক্ষপথে প্রবেশ করেছে।
জানা গেছে, স্যাটেলাইটটি মূলত মহাকাশ পরিবেশ অনুসন্ধান এবং সংশ্লিষ্ট প্রযুক্তি পরীক্ষার জন্য ব্যবহার করা হবে।
এবারের মিশন ছিল লং মার্চ ক্যারিয়ার রকেটের ৫৮৯তম মিশন।