
বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা ও জাহ্নবী কাপুর অভিনীত আসন্ন হিন্দি ছবি ‘পরম সুন্দরী’র ট্রেলার ঘিরে তীব্র সমালোচনা শুরু হয়েছে মালয়ালি দর্শক ও কনটেন্ট ক্রিয়েটরদের মধ্যে। অভিযোগ উঠেছে, ইনস্টাগ্রামে ছবির সমালোচনামূলক পোস্টগুলো নির্মাতারা সরিয়ে ফেলছেন।
প্রথমেই প্রকাশ্যে ক্ষোভ জানান গায়িকা ও আরজে পবিত্রা মেনন। একটি ভিডিও বার্তায়, যা পরে মুছে ফেলা হয়, তিনি প্রশ্ন তোলেন, কেন ছবিতে কোনো মালয়ালি অভিনেত্রীকে প্রধান চরিত্রে নেওয়া হয়নি। তাঁর বক্তব্যে উঠে আসে, “কেরালার নারীরা প্রতিদিন গলায় গাজরার মালা পরে বা মোহিনিয়াট্টম নাচতে নাচতে রাস্তায় হাঁটেন না। বাস্তবের সঙ্গে ছবির উপস্থাপনা একেবারেই মেলে না।”

মালয়ালি ইনফ্লুয়েন্সারদের দাবি, ছবির ট্রেলার কেরালার সংস্কৃতিকে ভুলভাবে তুলে ধরছে এবং সামাজিক মাধ্যমে সেই সমালোচনা প্রকাশ করলেই তা অদৃশ্য হয়ে যাচ্ছে। এ ঘটনায় নেটিজেনদের মধ্যে ক্ষোভ আরও বেড়েছে।
সূত্র: ইন্ডিয়া টুডে


























