রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বিনোদন ডেস্ক বিনোদন ১৯ অগাস্ট ২০২৫, ১০:৪৪ পূর্বাহ্ন
শেয়ার

পরীমনির মেয়ে আইসিইউতে


porimoniঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি ও তার দুই সন্তান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ছেলে পদ্ম জ্বরে ভুগছেন, আর গুরুতর অসুস্থ অবস্থায় মেয়ে ভর্তি আছেন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। পরীমনিও শ্বাসকষ্ট ও উচ্চ জ্বরে হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার (১৮ আগস্ট) রাতে ফেসবুকে পোস্ট দিয়ে এ তথ্য জানিয়েছেন অভিনেত্রী নিজেই। তিনি জানান, তার মেয়ে আইসিইউতে, ছেলে পদ্মের জ্বর ১০২ ডিগ্রি আর তার নিজের জ্বর ১০৩.৫ ডিগ্রি। সঙ্গে কাশি ও শ্বাসকষ্টও রয়েছে। এর আগে সকালে এক পোস্টে অভিনেত্রী লেখেন, বাসার সবার জ্বর।

গত রোববার (১৭ আগস্ট) সকালে শারীরিকভাবে অসুস্থ বোধ করলে হাসপাতালে যান পরী। সঙ্গে নেন তার ছেলেকেও। চিকিৎসক তাদের শারীরিক অবস্থার অবনতি দেখে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন।

পরীমনির ঘনিষ্ঠজন জানিয়েছেন, শ্বাসকষ্ট কিছুটা কমলেও তার জ্বর এখনো উচ্চমাত্রার এবং শরীরে ব্যথা রয়েছে। চিকিৎসকরা আরও কিছুদিন হাসপাতালে ভর্তি থাকার পরামর্শ দিয়েছেন।

নিজের ভেরিফাইড ফেসবুকে ছেলের অসুস্থতার কথা আগেই জানিয়েছিলেন অভিনেত্রী। ছেলের অসুস্থতার একটি ছবি পোস্ট করে বলেছিলেন, ১০২ ডিগ্রি জ্বরে ভুগছে পদ্ম। সে সময় ভক্তদের ছেলের অসুস্থতার কথা জানালেও মেয়ে এবং নিজের অসুস্থতা জানাননি তিনি।

গত ১০ আগস্ট ছিল পরীমনির ছেলের তৃতীয় জন্মদিন। সেদিন ঘনিষ্ঠজনদের নিয়ে একটি পারিবারিক পুনর্মিলনীর আয়োজন করেন তিনি। ওই দিনের পর থার্মোমিটারের ছবি পোস্ট করে পরীমনি ফেসবুকে ছেলের অসুস্থতার খবর দেন।

এদিকে কঠিন এই সময়ে ভক্তদের দোয়া কামনা করেছেন অভিনেত্রী।