
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্ধারিত সময়সীমার এক মাসেরও কম সময় বাকি থাকতে হোয়াইট হাউস মঙ্গলবার তাদের অফিসিয়াল টিকটক অ্যাকাউন্ট চালু করেছে। ট্রাম্পের সিদ্ধান্ত অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক যদি নতুন মালিক খুঁজে না পায়, তবে সেটিকে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করা হবে।
মঙ্গলবার বিকেলে অ্যাকাউন্ট থেকে প্রথম ভিডিওটি পোস্ট করা হয় ।২৭ সেকেন্ডের ওই ক্লিপে ট্রাম্পের হাঁটার দৃশ্য এবং সমর্থকদের সঙ্গে তার আলাপ-আলোচনার নানা দৃশ্য দেখা যায়। যেখানে ব্যাকগ্রাউন্ডে ছিল ২০১৬ সালের রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে তার দেওয়া বক্তব্যের অডিও।
ভিডিওটি পোস্ট করার কয়েক ঘণ্টার মধ্যেই অ্যাকাউন্টটির ফলোয়ার সংখ্যা ৫৭ হাজার ছাড়িয়ে যায়।
প্রথম মেয়াদে ট্রাম্প একটি নির্বাহী আদেশে চীনা কোম্পানি বাইট ড্যান্স মালিকানাধীন টিকটককে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করার উদ্যোগ নেন, যদি না তারা তাদের মার্কিন কার্যক্রম কোনও মার্কিন কোম্পানির কাছে বিক্রি করে। তবে আইনি চ্যালেঞ্জের কারণে সেই আদেশ কার্যকর হয়নি।
দ্বিতীয় মেয়াদে ট্রাম্প সময়সীমা দুবার বাড়িয়েছেন।সর্বশেষ, ১৯ জুন তিনি একটি নির্বাহী আদেশে টিকটকের কার্যক্রম আরও ৯০ দিনের জন্য চালু রাখার অনুমতি দেন, ফলে নতুন সময়সীমা নির্ধারিত হয়েছে ১৭ সেপ্টেম্বর ২০২৫।