ভুটানে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশের মেয়েরা। বুধবার (২০ আগস্ট) থিম্পুতে প্রথম ম্যাচে স্বাগতিক ভুটানকে ৩-১ গোলে হারিয়েছে লাল-সবুজের দল। জোড়া গোল করেছেন আলপি আক্তার। অন্য গোলটি সুরভী আকন্দ প্রীতির।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেললেও গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে বাংলাদেশকে। শুরুতে একের পর এক শট ঠেকিয়ে দেন ভুটানের গোলরক্ষক কেলজ্যাং ওয়াংমো। দ্বিতীয় মিনিটেই আলপি আক্তারের কাছাকাছি থেকে নেয়া শট এবং ২০তম মিনিটে সুরভী আকন্দ প্রীতির ওয়ান-অন-ওয়ান প্রচেষ্টা ব্যর্থ করেন তিনি। ৩৪তম মিনিটে আলপির হেডও ডিফেন্ডারের বাধায় ফেরে।
তবে প্রথমার্ধের যোগ করা সময়ে আরিফা আক্তারের ক্রসে প্রীতির দুর্বল হেড গোলরক্ষককে পরাস্ত করে জালে জড়ালে ১-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।
বিরতির পরও একই ধারায় আক্রমণ চালায় লাল-সবুজরা। ৫৪তম মিনিটে বক্সের বাইরে থেকে আলপির দুর্দান্ত শটে ব্যবধান দ্বিগুণ হয়। তবে ৬১ মিনিটে গোলরক্ষক মেঘলা রানী রায়ের ভুলে গোল হজম করে বাংলাদেশ। রিনজিন দেমা ছোদেন সহজ শটে ভুটানকে ম্যাচে ফেরান।
তবে বেশিক্ষণ আনন্দে থাকতে পারেনি স্বাগতিকরা। ৬৫তম মিনিটে কর্নার থেকে আসা বলে দ্বিতীয় প্রচেষ্টায় জালে জড়িয়ে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করেন আলপি আক্তার। ম্যাচের শেষ পর্যন্ত গোলের উদ্দেশে আরও একাধিক শট নেয় লাল সবুজরা। কিন্তু সুযোগগুলো কাজে লাগাতে না পারায় ৩-১ গোলের জয়ে সন্তুষ্ট থাকতে হয় তাদের।
আগামী শুক্রবার (২২ আগস্ট) নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম ম্যাচে নেপালকে ৭-০ গোলে হারিয়ে টেবিলের শীর্ষে আছে ভারত।




























