
এটাই কী তবে নিয়তি হয়ে দাঁড়িয়েছে? দিল্লির মুখ্যমন্ত্রী হলে খেতে হবে প্রকাশ্যে চড়! মাত্র ছয় বছরের মধ্যে পরপর দুজন মুখ্যমন্ত্রীর সাথে একই ঘটনার পুনরাবৃত্তি কপালে ভাঁজ ফেলতে বাধ্য করে বৈকি। কিন্তু বারবার দিল্লির মুখ্যমন্ত্রীদের বেলায় এমন ঘটনা কেন ঘটছে?
ভারতের দিল্লি রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টি প্রধান অরবিন্দ কেজরিওয়াল অবশ্য এদিক দিয়ে বেশ খানিকটা এগিয়ে আছেন। মুখ্যমন্ত্রী হিসেবে যেমন তাকে এই ভাগ্য বরণ করতে হয়েছে পাশাপাশি মুখ্যমন্ত্রী হওয়ার আগে তিনি যখন আম আদমি পার্টি গঠন করে নির্বাচনী প্রচারে নামেন তখনও দু’দফায় প্রকাশ্যে চড়কাণ্ডের মুখোমুখি হন তিনি।
কেজরিওয়ালের সঙ্গে শেষ ঘটনাটি ঘটে ২০১৯ সালের মে মাসে। একটি ছাদ খোলা গাড়িতে চেপে নয়াদিল্লি লোকসভা আসনের মোতি নগর এলাকায় নির্বাচনী রোড শো’য়ে বেরিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। সঙ্গে দলের নেতারা ছিলেন, ছিলেন সুরক্ষাকর্মীরাও। কিন্তু সেসবের ফাঁক গলে প্রচারাভিযানের মাঝে হঠাৎ এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি আচমকা লাফিয়ে উঠে পড়ে তার গাড়িতে। তার গায়ে ছিল লাল রঙের জামা। গাড়িতে উঠেই তিনি ঝাঁপিয়ে পড়েন কেজরিওয়ালের উপর। সপাটে তার গালে বসিয়ে দেন থাপ্পড়। ঘটনার আকস্মিকতায় হতবিহ্বল হয়ে পড়েন অরবিন্দ কেজরিওয়ালসহ সবাই।
লেখাটি অডিওতে শুনতে নিচে ক্লিক করুন
অডিও ফিচার: দিল্লির মুখ্যমন্ত্রীরা কেন বারবার চড় খাচ্ছেন!
এর আগে ২০১৪ সালে দু দফায় একই রকম পরিস্থিতির মুখোমুখি হন আম আদমি পার্টি সুপ্রিমো কেজরিওয়াল। তখন অবশ্য তিনি দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন না। মুখ্যমন্ত্রী হওয়ার নির্বাচনী লড়াইয়ে নেমেছেন কেবল। সে সময় দক্ষিণ দিল্লিতে আম আদমি পার্টির একটি নির্বাচনী র্যালি চলাকালে কেজরিওয়ালকে থাপ্পড় মারেন এক ব্যক্তি। থাপ্পড় খেয়ে অভিনব এক কাজ করেন কেজরিওয়াল। সোজা চলে যান চড় মারা সেই ব্যক্তির বাড়িতে। বাড়িতে বসে মন দিয়ে শোনেন নিজের বিরুদ্ধে ওই ব্যক্তির ক্ষোভের কারণ। কেজরিওয়ালের কাছে অবশ্য শেষ পর্যন্ত ক্ষমা চান সেই ব্যক্তি। কেজরিওয়ালের সাথে একই রকম ঘটনা ভারতের হারিয়ানাতেও ঘটেছিল।
কেজরিওয়াল এখন আর দিল্লির মসনদে নেই। কিন্তু চড়কাণ্ড ঠিকই রয়ে গেছে। অল্প কয়েক মাস আগে কেজরিওয়ালের দল আম আদমি পার্টিকে হারিয়ে প্রায় তিন দশক পর দিল্লি রাজ্যের ক্ষমতায় ফিরেছে বিজেপি। দলটির সিনিয়র নেত্রী রেখা গুপ্তা হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। কিন্তু মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতে না বসতেই আবারও সেই থাপ্পড়! এবার আর রাস্তা বা র্যালিতে নয়। ঘটনা ঘটেছে খোদ মুখ্যমন্ত্রীর বাড়িতে।
রেখা গুপ্তা ক্ষমতায় বসেছেন সাত মাসও হয়নি অথচ গত বুধবার (২০ আগস্ট) সাত সকালে খেয়ে বসলেন চড়! এক দর্শনার্থী তার কাছে একটি কাগজ এগিয়ে কথা বলার সময় আচমকা চড় মারেন। এই ঘটনায় মুখ্যমন্ত্রীকে হাসপাতাল অবধি ঘুরে আসতে হয়েছে।
কথা হচ্ছে ভারতে আরও অনেক রাজ্য আছে, আছেন মুখ্যমন্ত্রীও। কিন্তু বারবার কেন দিল্লির মুখ্যমন্ত্রীদেরই এমন বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। যদিও প্রতিবার ঘটনা ঘটার পর দায় চাপানো হয় বিরোধীদের ওপর। বলা হয় বিরোধীদের ষড়যন্ত্রে এমন ঘটনা ঘটেছে। এবারও যেমন বিজেপি এই আক্রমণকে ‘বিরোধীদের রাজনৈতিক চক্রান্ত’ হিসেবে অভিহিত করেছে। কেরজিওয়ালের সময়েও দায় চাপানো হয়েছিল বিরোধী দলের ওপরেই।
প্রতিপক্ষের ঘাড়ে দায় চাপানো রাজনৈতিক বয়ান হিসেবে দোষের নয়। কিন্তু সেটাই যে সবসময় সত্য, তেমনটাও না।
তাহলে কেন বারবার ঘটছে এমন ঘটনা! দিল্লির মুখ্যমন্ত্রীদের নিরাপত্তা ব্যবস্থায় কি কোনো কমতি আছে? নাকি এটা কোনো রাজনৈতিক কৌশলের অংশ? নাকি স্রেফ তাদের কপালের লিখন- দিল্লির ক্ষমতার স্বাদ পেতে চাইলে চড়ের স্বাদও নিতে হবে।