সোমবার । ডিসেম্বর ৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজনেস ২১ অগাস্ট ২০২৫, ৪:১৮ অপরাহ্ন
শেয়ার

ভোলায় হচ্ছে মুক্ত বাণিজ্য অঞ্চল


Bhola

বাণিজ্য ও বিনিয়োগ জোরদার করার লক্ষ্যে চীনের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন। সফরকালে তারা এনবিআর, বিডা, বেজাসহ বাংলাদেশের বিভিন্ন সরকারি সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। এই সফরের মূল লক্ষ্য ছিল বাংলাদেশ ও চীনের মধ্যে একটি সমন্বিত অর্থনৈতিক করিডর তৈরি করা।

প্রতিনিধি দলে ছিলেন চায়না ফ্রি ট্রেড জোন অ্যান্ড এক্সপোর্ট প্রসেসিং জোন অ্যাসোসিয়েশন-এর ভাইস প্রেসিডেন্ট মি. প্যান লি, চায়না এন্ট্রি-এক্সিট ইন্সপেকশন অ্যান্ড কোয়ারেন্টাইন অ্যাসোসিয়েশন-এর ডেপুটি সেক্রেটারি জেনারেল মি. ছ্যাং লিন এবং চীনে বাংলাদেশ ন্যাশনাল প্যাভিলিয়ন ই-কমার্স প্ল্যাটফর্ম-এর ইনচার্জ মি. চা পেইলিয়াংসহ আরও অনেকে।

পোশাক ও গার্মেন্টস পণ্যের অন্যতম বৃহত্তম রপ্তানিকার চীনা মালিকানাধীন বাংলাদেশের এলডিসি গ্রুপের আমন্ত্রণে উচ্চ-পর্যায়ের এই দলটি বাংলাদেশে আসেন।

এই সফরের উদ্দেশ্য ছিল বাংলাদেশ ও চীনের মধ্যে একটি সমন্বিত অর্থনৈতিক করিডর তৈরি করা এবং আরও বেশি পন্য চীনে রপ্তানি করা ।

বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের সাথে মিলে চীনা প্রতিষ্ঠান ভোলা জেলায় একটি নতুন মুক্ত বাণিজ্য অঞ্চল বা ফ্রি ট্রেড জোন স্হাপনে সহায়তা করবে বলে জানান প্যান লি।

দু দেশের আমদানি-রপ্তানি ঘাটতি কমাতে বাংলাদেশি কৃষি, মৎস্য, হস্তশিল্প পণ্যের চীনে বাজার তৈরিতেও কাজ করবেন তারা। চীনে বাংলাদেশের প্যাভিলিয়নের উদ্যোক্তা এবং বিখ্যাত অনলাইন মিডিয়া প্রতিনিধিও ছিলেন এই বৈঠকে। তারা চীনের বাজারে আরও বেশি পণ্য রপ্তানি করার জন্য অনলাইন ও অফলাইনে বিক্রির বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবেন বলে জানান।

তারা সফরকালে ভোলা আইল্যান্ড ইন্ডাস্ট্রিয়াল পার্ক, চট্টগ্রাম সিফুড প্রসেসিং প্ল্যান্ট, লাকি ফিশারিজ লিমিটেড এবং কক্সবাজারে প্রস্তাবিত সিফুড প্রসেসিং পার্কের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন।

তারা আরও বলেন, এ দেশের ফল, চাল এবং চাসহ উচ্চ-মানের পণ্য, বাংলাদেশের সংস্কৃতিসহ সবকিছু তুলে ধরে বাজার সম্প্রসারণের জন্য চীনের ছেংতু শহরের বাংলাদেশ ন্যাশনাল প্যাভিলিয়ন স্থাপনের বিষয়ে কাজ চলছে।

সূত্র: চায়না মিডিয়া গ্রুপ