
অভিনেত্রী ও প্রযোজক পল্লবী জোশী অভিযোগ করেছেন, তার আসন্ন সিনেমা ‘দ্য বেঙ্গল ফাইলস’ এর ট্রেলার প্রকাশ এবং বিশেষ প্রদর্শনী পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের (টিএমসি) নির্দেশে আটকে দেওয়া হয়েছে। মুম্বাইয়ে নিজের বাসভবনে সংবাদ সংস্থা আইএএনএস–এর সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।
পল্লবী জানান, ছবিটির নির্মাতারা চেয়েছিলেন ১৬ আগস্ট কলকাতায় ট্রেলার প্রকাশ করতে চেয়েীছল। দিনটি ইতিহাসে ‘ডাইরেক্ট অ্যাকশন ডে’ হিসেবে চিহ্নিত, যেদিন ১৯৪৬ সালে বাংলাজুড়ে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল। সিনেমাটিও সেই অন্ধকার অধ্যায়ের ওপর ভিত্তি করেই নির্মিত।
ট্রেলার আটকে দেওয়ার বিষয়টি উল্লেখ করে পল্লবী বলেন, “এটি একেবারেই শাসক দলের নির্দেশে করা হয়েছে, আমরা সেটা লুকাচ্ছি না। কিছুটা বাধা আসবে সেটা জানতাম, কিন্তু এমনটা হবে, যে আমরা একেবারেই ট্রেলার দেখাতে পারব না, তা ভাবিনি। কলকাতায় ১৬ আগস্ট ট্রেলার প্রকাশ আমাদের কাছে প্রতীকী গুরুত্ব বহন করত।”
তিনি আরও বলেন, “অতীতে যদি কোনো ঘটনা ঘটে থাকে এবং আজ যদি কেউ সেই ইতিহাস সামনে আনতে চান, তাহলে সরকারের উচিত তাকে সহযোগিতা করা। আমাদের পূর্ণ সহায়তা দেওয়া উচিত ছিল। কিন্তু ট্রেলার দেখানোরই সুযোগ না দেওয়া অত্যন্ত দুঃখজনক। সবার খারাপ লেগেছে। দিনের শেষে এটি আমাদের পরিশ্রম, তাই আঘাত তো লাগেই। তবে এটা অতীত, সামনে নতুন দিন আসছে।”
‘দ্য বেঙ্গল ফাইলস’–এ অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, অনুপম খের, দর্শন কুমার, শাশ্বত চট্টোপাধ্যায়, পুনীত ইস্সার, প্রিয়াংশু চট্টোপাধ্যায় ও দিব্যেন্দু ভট্টাচার্য প্রমুখ। ছবিটি লিখেছেন ও পরিচালনা করেছেন বিবেক রঞ্জন অগ্নিহোত্রি। প্রযোজক অভিষেক আগরওয়াল, পল্লবী জোশী ও বিবেক রঞ্জন অগ্নিহোত্রি। সিনেমাটি বিশ্বব্যাপী পরিবেশন করবে জি স্টুডিওস, আর মুক্তি পাবে আগামী ৫ সেপ্টেম্বর ২০২৫।