
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে আগামী ২৬ আগস্ট থেকে। এর আগে প্রচারণায় নামলে তা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার রাতে ডাকসু ও হল সংসদ নির্বাচন কমিশনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২২ থেকে ২৫ আগস্ট পর্যন্ত ক্যাম্পাস বা হলে কোনো প্রার্থী প্রচারণা চালাতে পারবেন না। নির্ধারিত সময়সীমার বাইরে প্রচারণায় অংশ নিলে তা ডাকসু নির্বাচন ২০২৫-এর আচরণবিধি ভঙ্গ হিসেবে গণ্য হবে।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ আগস্ট দুপুর ১টা পর্যন্ত। সেদিন বিকেল ৪টায় প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থিতা তালিকা।
অন্যদিকে, প্রাথমিক বাছাইয়ে যাদের প্রার্থিতা স্থগিত করা হয়েছে, তাদের আপিল করার সময়সীমা ২৩ আগস্ট পর্যন্ত নির্ধারণ করেছে কমিশন। ওই সময়ের পর কোনো আপিল গ্রহণযোগ্য হবে না বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।