রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ২২ অগাস্ট ২০২৫, ১০:২৪ পূর্বাহ্ন
শেয়ার

৮ বছর পর আবারও একসাথে প্রভাস-অনুষ্কা


Prabhas-Anushka
ভারতীয় সিনেমার ইতিহাসে মাইলফলক স্থাপন করা এসএস রাজামৌলির মহাকাব্যিক ছবি বাহুবলি: দ্য বিগিনিং এ বছর জুলাইয়ে মুক্তির ১০ বছর পূর্ণ করেছে। এ উপলক্ষে নির্মাতা এসএস রাজামৌলি, নায়ক প্রভাস, রানা দাগ্গুবতী এবং সংগীত পরিচালক এম এম কীরাবাণি একসাথে মিলিত হয়ে উদযাপন করেছেন স্মৃতিময় সন্ধ্যা। তবে ছবির নায়িকা অনুষ্কা শেট্টি সেই আয়োজনে অনুপস্থিত থাকায় ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়।

তবে সর্বশেষ প্রতিবেদনে জানা গেছে, প্রায় ৮ বছর পর আবারও পর্দায় একসাথে দেখা যেতে পারে প্রভাস ও অনুষ্কা শেট্টিকে। পিংকভিলার এক খবরে বলা হয়েছে, বাহুবলি-এর ১০ বছর পূর্তি উপলক্ষে এই জনপ্রিয় জুটিকে নিয়ে একটি বিশেষ সাক্ষাৎকার আয়োজনের পরিকল্পনা চলছে। সেখানে তারা শেয়ার করবেন শুটিং সেটের স্মৃতি ও কাজের অভিজ্ঞতা।

Prabhas-Anushka

যদিও পুনর্মিলনী অনুষ্ঠানটির ধরন বা ফরম্যাট এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

অন্যদিকে, নির্মাতারা ঘোষণা দিয়েছেন, মহাকাব্যিক এ কাহিনির দুই পর্ব, বাহুবলি: দ্য বিগিনিং এবং বাহুবলি: দ্য কনক্লুশন, আবারও মুক্তি পাবে বড়পর্দায়। আগামী ৩১ অক্টোবর ২০২৫ বিশ্বব্যাপী একসাথে মুক্তি দেওয়া হবে এই যুগান্তকারী ছবির সম্মিলিত সংস্করণ।

রাজামৌলি লিখেছেন, “বাহুবলি… অসংখ্য যাত্রার শুরু। অগণিত স্মৃতি, অফুরন্ত প্রেরণা। ১০ বছর পূর্তি উদযাপনে আসছে #BaahubaliTheEpic, দুই পর্ব মিলিয়ে বিশেষ সংস্করণ।”