রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ২২ অগাস্ট ২০২৫, ১০:২৫ পূর্বাহ্ন
শেয়ার

সরকার পতনের পর কাজ হারিয়েছেন অভিনেত্রী বাঁধন


Azmeri Haque Badhonরাজনৈতিক পটপরিবর্তনের পর নানা চাপে পড়েছেন দেশের শিল্পী সমাজের অনেকেই। সেই ধাক্কা লেগেছে অভিনেত্রী আজমেরি হক বাঁধনের জীবনেও। তিনি জানিয়েছেন, সরকার পতনের পর তার হাতে থাকা কয়েকটি কাজ বাতিল হয়ে গেছে। আর ফেসবুকে অভিনেত্রী নিজেই একথা জানিয়েছেন।

বাঁধন বলেন, “আমার তিনটি কাজ বাতিল হয়েছে। কারণ আমার সব প্রযোজক আওয়ামী লীগের সঙ্গে জড়িত। তারা এখন আর আমার সঙ্গে কাজ করতে চান না। ভারতীয় একটি পণ্যের বিজ্ঞাপনের ব্যাপারেও আলোচনা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তারাও আমাকে নেয়নি। কারণ হিসেবে বলেছে জরিপে নাকি দেখা গেছে আমাকে কেউ চেনে না। আসল কারণ হলো, আমি বাংলাদেশের পক্ষে কথা বলেছি।”

তিনি জানান, প্রযোজক আব্দুল্লাহ মোহাম্মদ সাদও তার নতুন প্রজেক্টে আর তাকে নিচ্ছেন না। ফলে বর্তমানে তার হাতে কোনো কাজ নেই।

তবে রাজনীতিতে সরাসরি যুক্ত হওয়ার ইচ্ছা নেই জানিয়ে বাঁধন বলেন, “আমি মানুষের পাশে ছিলাম, আছি, থাকব। দেশের স্বার্থে কথা বলব, প্রয়োজনে দাঁড়াবও। কিন্তু সক্রিয় রাজনীতি করব না। ‘রেহানা’ করার পর থেকে রাজনীতি নিয়ে আমার ভাবনা বদলে গেছে।”

ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন, “আগে বিশ্বাস করতাম রাজনীতিই সমাজ পরিবর্তনের পথ। নির্বাচনী প্রচারণায়ও যুক্ত ছিলাম। কিন্তু সময়ের সঙ্গে বুঝেছি রাজনীতি আমার জায়গা নয়। স্বাধীনতার স্বাদ পেলে অন্ধভাবে কারও নির্দেশ মানা সম্ভব না।”