
রদ্রিগো
গ্রীষ্মকালীন ট্রান্সফার এখন শেষের পথে। ইউরোপের বড় বড় ক্লাবসহ মহাদেশের বিভিন্ন দল এখনো পরের মৌসুমের পরিকল্পনা নিয়ে ব্যস্ত। ক্লাবগুলোর কোচ ও ক্রীড়া পরিচালকরা নিরলসভাবে নতুন খেলোয়াড় খুঁজছেন এবং বাজেট হিসাব কষছেন।
ট্রান্সফার মার্কেটের প্রতিবেদনে বলা হয়, গ্রীষ্মকালীন ট্রান্সফারে অনেক তারকা বাজারে পাওয়া যায়, কারণ এ সময় আর্থিক ফেয়ার প্লের বিধিনিষেধ তুলনামূলক শিথিল থাকে এবং ক্লাবগুলোর খরচ করার মতো অর্থও বেশি থাকে। ফলে গুঞ্জনের বাজারও বেশ সরগরম হয়ে উঠেছে।
আজকের সেরা ট্রান্সফার গুঞ্জন
রদ্রিগো – বাজারমূল্য: ৯০ মিলিয়ন
ব্রাজিলীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রদ্রিগো এই গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছাড়ার পথে। লিভারপুল ও ম্যানচেস্টার সিটির সঙ্গে জোরালোভাবে যুক্ত হয়েছেন ব্রাজিলিয়ান এই উইঙ্গার। এমনকি মাদ্রিদের লা লিগা শুরুর ম্যাচে তাঁকে ব্যবহারও করেননি কোচ জাবি আলোনসো।

এবেরেচি এজে
এবেরেচি এজে – বাজারমূল্য: ৫৫ মিলিয়ন
ক্রিস্টাল প্যালেসের তারকা এবেরেচি এজেকে পেতে টটেনহাম আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত তিনি আর্সেনালে যোগ দেওয়ার পথে। কাই হাভার্টজের চোটের পর আর্সেনাল আবারও আগ্রহ দেখানোর আগে ক্রিস্টাল প্যালেস তারকার দৌড়ে এগিয়ে ছিল টটেনহাম।
রাসমুস হয়লন – বাজারমূল্য: ৩৫ মিলিয়ন
ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড রাসমুস হয়লনকে দলে ভেড়াতে আলোচনা শুরু করেছে নাপোলি। রোমেলু লুকাকুর চোটের কারণে নতুন স্ট্রাইকার খুঁজছেন কোচ আন্তোনিও কন্তে। এ ক্ষেত্রে হয়লনকেই প্রথম পছন্দ করেছেন তিনি। গত সপ্তাহে ইউনাইটেডের স্কোয়াডে ছিলেন না ডেনিশ এই ফরোয়ার্ড এবং জানা গেছে, তিনি নিজেও নাপোলিতে যোগ দিতে আগ্রহী।




























