সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতের সামনে টিকতে পারেনি বাংলাদেশ। ভুটানকে ৩-১ গোলে হারিয়ে দুর্দান্ত সূচনা করলেও শুক্রবার চাংলিমিথাং স্টেডিয়ামে লাল-সবুজের মেয়েরা হেরেছে ২-০ গোলে।
আজকের ম্যাচের ১৪তম মিনিটেই ভারতকে এগিয়ে দেন পার্ল ফার্নান্দেস। গোলরক্ষক ইয়ারজানের হাত ফসকে বল জালে জড়িয়ে যায়। এরপর উভয় দলই বেশ কিছু সুযোগ তৈরি করলেও ফিনিশিংয়ের অভাবে কেউই গোল করতে পারছিল না। অবশেষে ৭৬তম মিনিটে বোনিফিলিয়া শুল্লাই ভারতের হয়ে দ্বিতীয় গোলটি করেন। এই ব্যবধান আর কমাতে পারেনি অর্পিতা বিশ্বাসের দল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ভারত। বাংলাদেশ পাল্টা আক্রমণ চালালেও ভারতের রক্ষণ ভাঙতে ব্যর্থ হয়। ১০ মিনিটের মাথায় গোলরক্ষক ইয়ারজান পেনাল্টি বক্সের বাইরে এসে গোলকিক নেওয়ায় বিতর্ক সৃষ্টি হয়। এর জেরে বাংলাদেশের কোচ মাহবুবুর রহমান হলুদ কার্ড দেখেন। এই ঘটনার কিছু সময় পরেই ভারত ম্যাচে লিড নেয়।
ম্যাচের দ্বিতীয়ার্ধে উভয় দলের খেলায় গতি কমে আসে। আক্রমণ ও পাল্টা আক্রমণের মাঝেও কেউ গোলের দেখা পাচ্ছিল না। কিন্তু ৭৬ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে বোনিফিলিয়া শুল্লাই পায়ের স্পর্শে বাংলাদেশের জালে বল জড়িয়ে দেন। এরপর বাংলাদেশ গোলের জন্য মরিয়া হয়ে উঠলেও ভারতের শক্তিশালী রক্ষণ ভেদ করতে পারেনি।
বাংলাদেশ তাদের পরবর্তী ম্যাচে আগামী ২৪ আগস্ট নেপালের মুখোমুখি হবে।