
প্রায়শই লিওনেল মেসির ‘রাজা’ পাশে ‘রানী’ হিসেবে উল্লেখ করা হলেও, আর্জেন্টাইন সুন্দরী ও সোশ্যাল মিডিয়া তারকা আন্তোনেলা রোকুজ্জো নিজের সাম্রাজ্য গড়ে তুলেছেন স্বতন্ত্রভাবে। শুধু ভালোবাসার স্ত্রী ও তিন সন্তানের জননী নন, তিনি এখন একজন প্রভাবশালী ব্যবসায়ী, ফ্যাশন আইকন ও সমাজসেবী হিসেবেও বিশ্বজুড়ে পরিচিত।
সোশ্যাল মিডিয়ার রানী
ইনস্টাগ্রামে ৪ কোটির বেশি অনুসারী নিয়ে রোকুজ্জো বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া তারকা। এই প্ল্যাটফর্ম ব্যবহার করে তিনি ডিওর, লুই ভুইতোঁ, স্টেলা ম্যাকার্টনি’র মতো শীর্ষ ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ডের সঙ্গে কাজ করছেন। ফলে তিনি হয়ে উঠেছেন বিশ্বসেরা ফ্যাশন ইনফ্লুয়েন্সারদের একজন।
মডেল থেকে বৈশ্বিক মঞ্চে
মেসির সঙ্গে সম্পর্ক প্রকাশ্যে আসার আগেই আন্তোনেলা তার ক্যারিয়ার শুরু করেছিলেন মডেল হিসেবে। এরপর অ্যাডিডাস, অ্যালো যোগার মতো ব্র্যান্ডের ক্যাম্পেইনে কাজ করেছেন। তার স্পোর্টি ও স্টাইলিশ ইমেজ তাকে আলাদা পরিচিতি এনে দিয়েছে।

ব্যবসার মাঠেও সফল
শুধু ফ্যাশন নয়, আন্তোনেলা একজন সফল উদ্যোক্তা। তিনি শিশুদের পোশাক ব্র্যান্ড ‘ইনফ্যানস’ এর সহ-প্রতিষ্ঠাতা। পাশাপাশি খুলেছিলেন একটি জুতার বুটিক ও ‘চেস্টিফাই’এর সঙ্গে মিলে টেক অ্যাকসেসরিজ কালেকশনও চালু করেছেন। এসব উদ্যোগ প্রমাণ করে, তিনি শুধুই তারকাখ্যাতি নয়, ব্যবসার দূরদর্শিতার জন্যও পরিচিত।
সমাজসেবায় এগিয়ে
ইউনিসেফ ও স্পেশাল অলিম্পিক্সসহ বিভিন্ন দাতব্য সংস্থার শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন রোকুজ্জো। তিনি তার প্ল্যাটফর্ম ব্যবহার করে মানবিক উদ্যোগের প্রচার ও অর্থ সংগ্রহে সক্রিয় ভূমিকা রাখছেন।
ভালোবাসায় শেকড় গাঁথা জীবন
শৈশবের বন্ধু লিওনেল মেসির সঙ্গে তার দাম্পত্য আজও বিশ্বে আলোচনার বিষয়। তিন সন্তানের মা আন্তোনেলা নিয়মিত পারিবারিক মুহূর্ত শেয়ার করেন ভক্তদের সঙ্গে। খ্যাতির মাঝেও পরিবারই তার জীবনের কেন্দ্রবিন্দু।
ক্ষমতাধর দম্পতি
ফুটবল মাঠে মেসি যেমন আধিপত্য বিস্তার করেন, তেমনি ফ্যাশন ও ব্যবসার মঞ্চে আলোকিত করেন আন্তোনেলা। দুজন মিলে তাঁরা এখন বৈশ্বিক পাওয়ার কাপল, যাদের প্রভাব ছড়িয়ে পড়েছে খেলাধুলা থেকে ব্র্যান্ড জগৎ পর্যন্ত।

হাজার কোটি টাকার সম্পদ
আন্তোনেলার বর্তমান সম্পদের পরিমাণ বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪৪ কোটি টাকা। ব্র্যান্ড চুক্তি, ব্যবসা ও সামাজিক যোগাযোগমাধ্যমের আয়ের ওপর নির্ভর করেই তিনি আজ বিশ্বের অন্যতম ধনী তারকাসঙ্গী এবং সফল উদ্যোক্তা।
লাতিনা পাওয়ারহাউস
লিওনেল মেসির শৈশবের ভালোবাসা থেকে আজ বৈশ্বিক আইকনে পরিণত হওয়া আন্তোনেলা রোকুজ্জোর গল্প অনুপ্রেরণার এক অসাধারণ দৃষ্টান্ত। দৃঢ়তা, অধ্যবসায় ও আত্মবিশ্বাস তাকে বানিয়েছে বিশ্বের কোটি মানুষের অনুকরণীয় নারীদের একজন।