
বলিউডে কাজ করলেও জনপ্রিয় অভিনেতা ও বিগ বস হোস্ট সালমান খানকে চিনতেন না-এমনই বিস্ফোরক তথ্য দিলেন পোল্যান্ডের আন্তর্জাতিক মডেল ও অভিনেত্রী নাতালিয়া জানোশেক। তবে তিনি জানান, শাহরুখ খানকে চিনতেন এবং পছন্দও করেন। আসন্ন ‘বিগ বস ১৯’ এ অংশ নিতে যাচ্ছেন তিনি।
সম্প্রতি ডিএনএ ইন্ডিয়াকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নাতালিয়া জানান, “আমাকে শেষ মুহূর্তে শোতে ডাক দেওয়া হয়। আমি তখন নিউইয়র্ক ও পোল্যান্ডে পরিবার নিয়ে ব্যস্ত ছিলাম। মাত্র ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়, সব পরিকল্পনা বাতিল করে ভারত আসতে হয় আমাকে। এখনো পুরোপুরি বুঝতে পারিনি আমি কী করছি। তবে বিগ বস এর ঘরে প্রবেশ করার পরই আসল উপলব্ধি হবে। এ শোতে আসা আমার জন্য স্বপ্নের মতো।”
তিনি আরও বলেন, “আমি খুব বেশি বিগ বস দেখিনি। কারণ ভারত ছাড়া অন্য কোথাও এটি সহজে দেখা যায় না। তবে কিছু ক্লিপ দেখেছি। বিশেষ করে একজন কোরিয়ান প্রতিযোগী অরোরা, যিনি প্রায় ৮৪ দিন টিকে ছিলেন এবং হিন্দি শিখেছিলেন। তাকে দেখে আমার অনুপ্রেরণা এসেছে, আমিও চেষ্টা করতে পারি।”
এর আগে নাতালিয়া অভিনয় করেছেন বলিউডের কয়েকটি বড় প্রজেক্টে—‘ওয়ার ২’, ‘হাউসফুল ৫’ এ অভিনয় করেছেন এবং শিগগিরই তাকে দেখা যাবে ‘মাস্তি ৪’ ছবিতে। এবার বিগ বসের ঘরে প্রবেশের মাধ্যমে ভারতীয় টেলিভিশনের অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শোতে নতুন চমক হতে যাচ্ছেন তিনি।