লা লিগায় টানা জয়ের ধারা ধরে রাখলো রিয়াল মাদ্রিদ। রোববার (২৪ আগস্ট) ওভিয়েদোর মাঠে ৩-০ গোলের দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি। ম্যাচের নায়ক ছিলেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। তিনি জোড়া গোল করে দলের জয় নিশ্চিত করেন। আরেক গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।
ম্যাচের ৩৭ মিনিটে রিয়ালের হয়ে প্রথম গোল করেন এমবাপে। আর্দা গুলারের নিখুঁত পাস থেকে ঘুরে দাঁড়িয়ে নিচু শটে বল জালে পাঠান ফরাসি তারকা। প্রথম একাদশে সুযোগ পান রদ্রিগো, তবে গোলের দেখা পাননি তিনি।
প্রথমার্ধে দাপট দেখানো রিয়াল মাদ্রিদ বিরতির পরও আক্রমণ চালাতে থাকে। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামা ভিনিসিয়ুস ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। ৮৩ মিনিটে মাঝমাঠ থেকে বল কেড়ে নিয়ে এমবাপেকে সহায়তা করেন, আর তিনি নিচু শটে নিজের দ্বিতীয় গোল পূর্ণ করেন।
স্টপেজ টাইমে পাল্টা আক্রমণে ভিনিসিয়ুসের দুর্দান্ত ফিনিশে ব্যবধান দাঁড়ায় ৩-০।
এ জয়ে মৌসুমে টানা দুই ম্যাচে শতভাগ সাফল্য ধরে রাখলো রিয়াল মাদ্রিদ। তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে লিগের শীর্ষে রয়েছে ভিয়ারিয়াল।




























