
মুম্বাইয়ে ১৯৮৪ সালে জন্ম নেওয়া ডেইজি শাহ আজ সোমবার (২৫ আগস্ট) পা রাখলেন ৪১ বছরে। নৃত্যশিল্পী হিসেবে বিনোদন জগতে যাত্রা শুরু করলেও সালমান খানের হাত ধরেই তিনি বলিউডের আলোচনায় আসেন।
ব্যাকস্টেজ থেকে হিরোইন হওয়ার গল্প
ক্যারিয়ারের শুরুতে তিনি বিখ্যাত কোরিওগ্রাফার গণেশ আচার্যের সহকারী ও ব্যাকগ্রাউন্ড ড্যান্সার ছিলেন। ‘তেরে নাম’ ও ‘ম্যায়নে পেয়ার কিউ কিয়া’ সিনেমার কোরাস নাচে অংশ নিয়েছিলেন তিনি। তবে জীবনের মোড় ঘুরে যায় ২০১৪ সালে, যখন সালমান খান তাঁকে ‘জয় হো’ সিনেমায় নায়িকা হিসেবে পরিচয় করিয়ে দেন।
যদিও এ সুযোগ তাঁর ক্যারিয়ারে নতুন দুয়ার খুলে দেওয়ার কথা ছিল, ডেইজি পরে বহুবার জানিয়েছেন, ইন্ডাস্ট্রির ক্যাম্প এবং টাইপকাস্টিংয়ের কারণে তাঁর পথ সহজ ছিল না। তবু তিনি কৃতজ্ঞ মনে বলেন, “সবাই তো আর সালমান খানের বিপরীতে অভিনয়ের সুযোগ পায় না।”
সাহসী চরিত্র থেকে আঞ্চলিক সিনেমায়
২০১৫ সালে ‘হেট স্টোরি ৩’তে সাহসী চরিত্রে অভিনয় করে দর্শকদের চমকে দেন ডেইজি। যদিও পরবর্তীতে সে ধরণের চরিত্রে আর কাজ করেননি। এরপর তিনি গুজরাটি ছবিতে অভিনয় করেন এবং ‘রেড রু ‘, ‘মিস্ট্রি অব দ্য ট্যাটু’র মতো ডিজিটাল প্রজেক্টে নিজেকে নতুনভাবে উপস্থাপন করেন।
টেলিভিশন ও ব্যক্তিজীবনের অভিজ্ঞতা
ডেইজি ২০২৩ সালে ‘খতরোঁ কে খিলাড়ি ১৩’ এ অংশ নিয়ে নিজের অ্যাডভেঞ্চারপ্রিয় দিকটা তুলে ধরেন। ব্যক্তিজীবনে তিনি স্বীকার করেছেন, অতীতে একটি বিষাক্ত সম্পর্কে জড়িয়েছিলেন, যেখানে সঙ্গী তাঁর পুরুষ সহ-অভিনেতাদের সঙ্গে কাজ করার বিরোধিতা করতেন। পরবর্তীতে ক্যারিয়ার ও ব্যক্তিগত বিকাশের জন্যই তিনি সেই সম্পর্ক থেকে সরে আসেন।
সীমার বাইরে যাওয়ার সাহস
অভিনয়ের বাইরে তিনি রাইফেল শুটিং লাইসেন্সও অর্জন করেছেন, যা প্রমাণ করে চ্যালেঞ্জ নিতে এবং স্বাচ্ছন্দ্যের গণ্ডি ভাঙতে তিনি সবসময় প্রস্তুত।
সূত্র: ডিএনএ ইন্ডিয়া


























