
দীর্ঘদিন নতুন কোনো সিনেমায় অভিনয় না করলেও ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস নানা কারণে আলোচনায় থাকেন। বর্তমানে তিনি অভিনয়ের বাইরে বিজ্ঞাপন, ব্যক্তিগত ব্যবসা ও পারিবারিক কাজে সময় দিচ্ছেন। তবে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে ভক্ত–শুভাকাঙ্ক্ষীদের আগ্রহ এখনো কমেনি।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে অপু বিশ্বাস জানালেন, তিনি বিবাহিত। তবে কোথায়, কবে বা কাকে বিয়ে করেছেন—এ বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করেননি। বরং তিনি স্পষ্ট করে বলেন, “আমি বিবাহিত, সেটা ফেসবুকে প্রমাণ করার কিছু নেই। সংসার গড়তে হলে ফেসবুক পোস্ট লাগে না। কেউ বিশ্বাস করলে করবে, না করলে আমার বোঝানোর সময় নেই।”
অপু বিশ্বাসের চলচ্চিত্রে অভিষেক হয় আমজাদ হোসেনের ‘কাল সকালে’ (২০০৫) ছবির মাধ্যমে। তবে তিনি সবচেয়ে বেশি পরিচিত হন ‘কোটি টাকার কাবিন’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করে। এরপর শাকিব–অপু জুটি প্রায় এক যুগ ধরে ৮০টির বেশি ছবিতে অভিনয় করেন। তাঁদের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল’পাঙ্কু জামাই’।
অভিনয়ের পাশাপাশি এই জুটি বাস্তব জীবনেও ঘনিষ্ঠ হয়ে ওঠেন। ২০০৮ সালে তাঁরা গোপনে বিয়ে করেন। ২০১৭ সালে ছেলে আব্রাহাম খান জয়ের জন্মের পর তাঁদের বিয়ের খবর প্রকাশ্যে আসে। তবে নানা মতবিরোধের কারণে ২০১৮ সালে বিচ্ছেদ হয়।
২০২৪ সালে ‘ছায়াবৃক্ষ’ ছবিতে অভিনয় করে আবারও আলোচনায় আসেন অপু বিশ্বাস। যদিও চলচ্চিত্রে তাঁর উপস্থিতি আগের মতো নিয়মিত নয়, তবু সামাজিক যোগাযোগমাধ্যম ও ব্যক্তিগত জীবনের নানা রহস্যময় মন্তব্যে তিনি আলোচনায় থাকেন।
সম্প্রতি শাকিব খানের সঙ্গে অপুর দেখা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই ভক্তরা আবারও প্রশ্ন তুলেছেন, তাঁরা কি আবার এক হচ্ছেন? তবে অপু এবারও বিষয়টি এড়িয়ে গেছেন। শুধু বলেছেন, ব্যক্তিগত বিষয় তিনি গোপন রাখতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন।
ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করা হলে অপু বিশ্বাস বলেন, “শাহরুখ খান দর্শকদের যতটুকু প্রয়োজন মনে করেছেন, ততটুকুই জানিয়েছেন। আমিও তাই মনে করি। আমার সংসার নিয়ে সবকিছু প্রকাশ্যে আনার দরকার নেই।”