রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ২৭ অগাস্ট ২০২৫, ১০:২৪ অপরাহ্ন
শেয়ার

‘গেম অব থ্রোনস’ এ নিজের ধর্ষণ দৃশ্য নিয়ে মুখ খুললেন সোফি টার্নার


Sophie-Turner
এইচবিওর বিশ্বখ্যাত সিরিজ ‘গেম অব থ্রোনস’ এ সানসা স্টার্ক চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পান ইংরেজ অভিনেত্রী সোফি টার্নার। এবার তিনি খোলাখুলি কথা বললেন শোটির বিতর্কিত ধর্ষণ দৃশ্য নিয়ে।

২০১৫ সালে প্রচারিত পঞ্চম সিজনের ‘আনবৌড, আনবেন্ট, আনব্রোকেন’ পর্বে দেখা যায় সানসা স্টার্ককে তার স্বামী র‌্যামসে বোল্টন যৌন নিপীড়ন করছে। সম্প্রতি ফ্লাউন্ট ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে টার্নার জানান, মাত্র ১৯ বছর বয়সে তিনি ওই দৃশ্যে অভিনয় করেছিলেন।

টার্নারের ভাষায়, “আমি মনে করি তখনও এবং এখনো ‘গেম অব থ্রোনস’ এমন এক বাস্তবতাকে সামনে এনেছিল যেটা অনেকে বলতে চায় না। হ্যাঁ, এটা অনেকের জন্য ট্রিগার হতে পারে, আমি তা বুঝি। কিন্তু আমার বিশ্বাস, আমরা নারীদের সংগ্রামকেই তুলে ধরেছি। হাজার হাজার বছর ধরে পিতৃতন্ত্র, বস্তু হিসেবে ব্যবহার, বারবার যৌন নিপীড়ন, এসবের বিরুদ্ধে লড়াইয়ের গল্প। আমি এমন কোনো নারীকে চিনি না, যে কোনো না কোনোভাবে এর শিকার হয়নি।”

মাত্র ১৩ বছর বয়সে সিরিজে যুক্ত হন সোফি। প্রথম দিকের সিজনগুলোতেও সানসার ওপর ধর্ষণচেষ্টার দৃশ্য ছিল। টার্নার বলেন, “তখন আমি খুব ছোট, পুরোপুরি বুঝতে পারিনি। ছোট মাথায় বোঝার চেষ্টা করতাম, ব্যাপারটা আসলে কী।”

তিনি মনে করেন, “আজকের দিনে যদি ‘গেম অব থ্রোনস’ সম্প্রচার হতো তবে অবশ্যই ট্রিগার ওয়ার্নিং দেওয়া লাগত। “তবুও আমি গর্বিত, কারণ এই শো নারীদের ওপর হওয়া নৃশংস বাস্তবতাকে এড়িয়ে যায়নি। বরং আলোচনার অংশ করেছে। এর অংশ হতে পেরে আমি গর্ববোধ করি।”

অভিনেত্রীর ইচ্ছা, সামনেও তিনি এমন কাজ করবেন যা দর্শকদের ভাবাবে এবং বদল আনার অনুপ্রেরণা জোগাবে। “আমি চাই আরও ভিন্নধর্মী কাজ করতে। অদ্ভুত, অনন্য, নীশ ধাঁচের গল্পে অংশ নিতে চাই।”

লেখক জর্জ আর আর মার্টিনের ‘এ্যা সং আফ আইস এন্ড ফায়ার’ উপন্যাস অবলম্বনে তৈরি ‘গেম অব থ্রোনস’ ২০১১ সালে শুরু হয়ে ২০১৯ সালে ৮ মৌসুম শেষে শেষ হয়। শিগগিরই সোফি টার্নারকে দেখা যাবে ব্রিটিশ গথিক হরর ছবি ‘দ্য ড্রেডফু’ এবং প্রাইম ভিডিও সিরিজ ‘স্টিল’ এ।