সোমবার । ডিসেম্বর ৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজনেস ২৮ অগাস্ট ২০২৫, ৯:৪১ পূর্বাহ্ন
শেয়ার

মানবসম্পদ উন্নয়নে হ্যামস গ্রুপ ও মাই উইন্ডো’র চুক্তি: বাস্তবায়নে প্রো-এজ


hams group press-releaseবাংলাদেশের অন্যতম বৃহৎ পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান হ্যামস গ্রুপ তাদের মানবসম্পদ বিভাগ উন্নয়নের লক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় মানবসম্পদ পরামর্শদানকারী প্রতিষ্ঠান মাই উইন্ডো’র সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর করেছে।

বুধবার (২৭ আগস্ট) প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রায় দেড় বছরের এ প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে মানবসম্পদ উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখা প্রতিষ্ঠান প্রো-এজ। যাদের রয়েছে ২০০-রও বেশি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা।

এসময় উপস্থিত ছিলেন হ্যামস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিল্পপতি ইঞ্জিনিয়ার সফিকুর রহমান, জ্যেষ্ঠ পরিচালক সাইফুর রহমানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মাই উইন্ডো’র সিইও অসীম মণ্ডল এবং প্রো-এজের সিইও নূর ইলাহী আলী শিবলী নিজ নিজ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করেন।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি ব্যাংকের সিএইচআরও নজরুল ইসলাম আপন এবং আকিজ বশির গ্রুপের এইচআর ডিরেক্টর দিলরুবা শারমিন খান।

অনুষ্ঠানে সবার পক্ষ থেকে মানবসম্পদ বিভাগের আধুনিকায়ন ও টেকসই উন্নয়নের জন্য প্রকল্পটির সফল বাস্তবায়নে আশাবাদ ব্যক্ত করা হয়।