
সাবিনা ইয়াসমিনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান শায়েখ সিরাজ
বাংলাদেশের সংগীত জগতের অনন্য নাম সাবিনা ইয়াসমিন। পাঁচ দশকের বেশি সময় ধরে আধুনিক গান, বিশেষ করে সিনেমার গানে তাঁর কণ্ঠ মুগ্ধ করেছে দেশবাসীকে। এই কিংবদন্তি শিল্পীর জীবন, কর্ম ও সংগীত নিয়ে গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ নির্মাণ করেছেন প্রায় তিন ঘণ্টাব্যাপী প্রামাণ্যচিত্র— ‘জুঁইফুল: সাবিনা ইয়াসমিন’।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে চ্যানেল আই কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রামাণ্যচিত্রটির বিভিন্ন দিক তুলে ধরেন শাইখ সিরাজ। উপস্থিত ছিলেন সাবিনা ইয়াসমিন নিজেও।
অনুষ্ঠানে সাবিনা ইয়াসমিন বলেন, “তথ্যচিত্রের কিছু অংশ আজ দেখতে পেরেছি, ভীষণ ভালো লেগেছে। সিরাজ ভাই এত সুন্দর করে এটি নির্মাণ করবেন তা ভাবিনি। আশা করছি, শ্রোতা-দর্শক নতুন এক সাবিনা ইয়াসমিনকে আবিষ্কার করবেন।”
প্রামাণ্যচিত্রটি পরিকল্পনা ও সঞ্চালনা করেছেন শাইখ সিরাজ। সাবিনা ইয়াসমিনের ৭২তম জন্মদিন উপলক্ষে এটি প্রচার হবে ৫ সেপ্টেম্বর বিকেল ২টা ৪০ মিনিটে চ্যানেল আইয়ে।
তথ্যচিত্রে উঠে এসেছে শিল্পীর শৈশব, কৈশোর, বিশ্ববিদ্যালয় জীবনের রাজনৈতিক বাস্তবতা, গানের ভুবনে পদচারণা থেকে শুরু করে বাংলা গানের কোকিল হয়ে ওঠার গল্প। গানে ঠোঁট মেলানো স্বনামধন্য অভিনেতা-অভিনেত্রী, সুরকার, নির্মাতাদের স্মৃতিচারণার পাশাপাশি সাবিনা ইয়াসমিনের জীবনের অজানা তথ্য ও আবেগঘন অভিজ্ঞতাও এতে অন্তর্ভুক্ত হয়েছে।
এ প্রজন্মের শিল্পী সোমনুর মনির কোনাল, সানিয়া সুলতানা লিজা, ইমরান মাহমুদুল, জানিতা সুলতানা ঝিলিক, রাকিবা, ঐশী ও আতিয়া আনিসা পরিবেশন করেছেন সাবিনা ইয়াসমিনের ভান্ডার থেকে বাছাই করা ১২টি গান। প্রতিটি গানের সঙ্গে শিল্পী ভাগ করেছেন ব্যক্তিগত স্মৃতি, আবেগ ও সংগ্রামের গল্প।
শাইখ সিরাজ বলেন, “সাবিনা ইয়াসমিন সংগীত ক্যারিয়ারে প্রায় ১৫ হাজার গান গেয়েছেন। এর মধ্য থেকে ১২টি গান বাছাই করা ছিল বড় চ্যালেঞ্জ। এ প্রজন্মের শিল্পীরা তাঁর সামনে তাঁরই গান গেয়েছেন—এটি অনন্য অভিজ্ঞতা। তথ্যচিত্রের মাধ্যমে তাঁর জীবনকে কাছ থেকে জানার সুযোগ মিলবে।”