
দক্ষিণ ভারতীয় সিনেমা শুধু যে অসাধারণ অভিনয়শিল্পী উপহার দিয়েছে তা নয়, তাদের জীবনের আলোচিত অধ্যায়ও ভক্তদের কাছে সবসময় আকর্ষণের কেন্দ্র। অনেকেই ভেবেছিলেন, এসব তারকা সহশিল্পী বা অভিনেতাদেরই জীবনসঙ্গী করবেন। কিন্তু বাস্তবে দেখা গেছে, দক্ষিণ ভারতের একাধিক শীর্ষ নায়িকা জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন সফল উদ্যোক্তাদের। তাদের প্রেম ও বিয়ে আজও অনুপ্রেরণা জোগায়।

অসিন থোট্টুমকাল
‘গজিনি’ ও ‘পোকারি’র মতো হিট ছবির অভিনেত্রী আসিন ২০১৬ সালে মাইক্রোম্যাক্সের সহপ্রতিষ্ঠাতা রাহুল শর্মাকে বিয়ে করেন। বিয়ের পরপরই তিনি সিনেমা থেকে সরে গিয়ে সংসার ও পরিবারকেই অগ্রাধিকার দেন।

নমীথা
২০০০-এর দশকে তামিল সিনেমার সবচেয়ে জনপ্রিয় নায়িকাদের একজন নমীথা। ২০১৭ সালে তিনি ব্যবসায়ী ভীরেন্দ্র চৌধুরীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়েটি সে সময় শিরোনাম হয়েছিল। বর্তমানে তিনি সংসার সামলালেও মাঝেমধ্যে পর্দায় হাজির হন।

লায়লা
‘পিথামাগান’ ও ‘উল্লাম কেতকুমে’র মতো ছবিতে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নেওয়া অভিনেত্রী লায়লা ২০০৬ সালে ব্যবসায়ী মেহদির সঙ্গে বিয়ে করেন। বিয়ের পর দীর্ঘ সময় সিনেমা থেকে দূরে ছিলেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে সহ-অভিনেত্রী হিসেবে আবার পর্দায় ফিরেছেন।

শ্রিয়া সারন
অভিনয়ে যেমন মার্জিত, বাস্তব জীবনেও তেমনি রূপকথার মতো গল্প শ্রিয়া সারনের। ২০১৮ সালে তিনি রুশ উদ্যোক্তা ও জাতীয় পর্যায়ের টেনিস খেলোয়াড় আন্দ্রেই কোশচেভকে বিয়ে করেন। দু’জনই ভারত ও বিদেশে সময় ভাগাভাগি করে থাকেন।

কাজল আগরওয়াল
দক্ষিণ ভারতের অন্যতম শীর্ষ নায়িকা কাজল আগরওয়াল ২০২০ সালে ব্যবসায়ী গৌতম কিচলুকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেন। গৌতম ‘ডিসার্ন লিভিং’ নামের একটি ই-কমার্স ও ইন্টেরিয়র ডিজাইন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। কাজল একদিকে সিনেমায় সক্রিয় থেকেছেন, অন্যদিকে সংসারেও ব্যস্ত সময় কাটাচ্ছেন।

কীর্তি সুরেশ
সবচেয়ে সাম্প্রতিক আলোচনায় আছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী কীর্তি সুরেশ। তিনি কোচির ব্যবসায়ী ও নির্মাণ খাতের টাইকুন অ্যান্টনি থাট্টিলকে বিয়ে করেছেন। ঘনিষ্ঠ বন্ধুদের মধ্য থেকেই শুরু হয়েছিল তাদের প্রেম, যা পরিণতি পায় মধুর বিয়েতে।
সূত্র: ডিএনএ ইন্ডিয়া


























