
ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমনি সবসময়ই প্রেম ও ব্যক্তিজীবন নিয়ে খবরের শিরোনামে থাকেন। তরুণ গায়ক শেখ সাদীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক নিয়েও কম আলোচনা হয়নি। শুধু সম্পর্কই নয়, এক পর্যায়ে পরীমনির মামলায় জামিনদার হিসেবেও দেখা যায় সাদীকে। যদিও পরে শোনা যায়, সেই প্রেম ভেঙে গেছে।
কিন্তু ১০ আগস্ট ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে ছেলে পুণ্যের জন্মদিনের অনুষ্ঠানে আবারও শেখ সাদীর উপস্থিতি দেখেই অনেকেই অবাক হন। তখনই শুরু হয় নতুন কানাঘুষা, তাহলে কি পরীমনি ও সাদীর প্রেম আবারও জোড়া লেগেছে? যদিও এ নিয়ে দুজনের কেউই মুখ খোলেননি।
এরপর আগস্টের শেষ সপ্তাহে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সানগ্লাস পরা একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখলেন, “এই সানগ্লাস আমার নয় কিন্তু সে আমার। সবাইকে জানাই শুভ শুক্রবার।”
পরীমনির এই রহস্যময় পোস্টই প্রেমের গুঞ্জনে নতুন আগুন জ্বালিয়ে দেয়। কমেন্ট বক্সে ভক্তরা প্রশ্ন ছুড়ে দেন, “সে কে?” কেউ লিখেছেন, “পরবর্তী প্রেমিক তাহলে কে?” আবার কেউ মন্তব্য করেছেন, “ভালোবাসাই শক্তি।” অনেকে দুঃখও প্রকাশ করেছেন, আমার ভালোবাসা, তোমাকে দেখলে অন্তর পুড়ে যায়।” এমনকি কেউ কেউ লিখেছেন, “সাদী আউট, নিউ ইন।”
কিন্তু এই সব কৌতূহল আর জল্পনা নিয়েই নির্বিকার পরীমনি। কোনো জবাব দেননি, কোনো ব্যাখ্যাও দেননি।
বছরের শুরুর দিকে সাদীর সঙ্গে পরীমনির প্রেম প্রায় ওপেন সিক্রেট ছিল। তাদের একাধিক ফেসবুক পোস্ট ও ভিডিওতে সেই আভাস পাওয়া যেত। তবে পরীমনি সবসময়ই খোলামেলা ছিলেন সম্পর্কের ব্যাপারে। যখন মন চাইত, প্রেমিক আর কাছের মানুষদের নিয়ে ঘুরে বেড়াতেন, আনন্দ করতেন।
তিন বছর আগে ‘গুণিন’ সিনেমার শুটিংয়ে নায়ক শরীফুল রাজের সঙ্গে তার পরিচয় থেকে শুরু হয়েছিল প্রেম। পরে তারা বিয়ে করেন, একটি সন্তানও হয়। কিন্তু সেই সম্পর্কে ফাটল ধরে, প্রায় দেড় বছর আগে বিচ্ছেদ ঘটে। এখন পরীমনি ছেলেকে নিয়ে এবং কাজের ব্যস্ততায় দিন কাটাচ্ছেন। অন্যদিকে রাজও নিজের মতো করে সিনেমায় কাজ করছেন।
তবে সাম্প্রতিক পোস্ট আর সাদীর উপস্থিতি মিলিয়ে আবারও প্রশ্ন উঠেছে, পরীমনির জীবনে কি নতুন কোনো অধ্যায় শুরু হলো? নাকি এটা শুধু তার খেয়ালখুশির খেলা? উত্তরটা এখনো রহস্যে ঢাকা।


























