ভারতের রাজগিরে চলমান হকি এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে দারুণ জয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশ। মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে ৪-১ গোলে হারের পর শনিবার চাইনিজ তাইপেকে ৮-৩ ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এ জয়ে বিশ্বকাপ বাছাইপর্ব খেলার সম্ভাবনাও বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ।
ম্যাচে জোড়া গোল করেছেন মোহাম্মদ আবদুল্লাহ, রকিবুল হাসান ও আশরাফুল ইসলাম। গোল পেয়েছেন সোহানুর রহমান সবুজ ও অধিনায়ক রেজাউল বাবুও।
শুরুর ৪ মিনিটেই আব্দুল্লাহর গোলে এগিয়ে যায় বাংলাদেশ। তবে দ্রুতই সমতায় ফেরে চাইনিজ তাইপে। দ্বিতীয় কোয়ার্টারে আবারও পিছিয়ে পড়লেও আব্দুল্লাহর দ্বিতীয় গোলে হাফটাইমে ২-২ সমতায় ফিরে আসে বাংলাদেশ।
তৃতীয় কোয়ার্টারেই ম্যাচের মোড় ঘুরে যায়। সবুজ, রকিবুল (২ গোল) ও আশরাফুলের এক গোলে ৬-২ ব্যবধান গড়ে নেয় বাংলাদেশ। শেষ কোয়ার্টারে অধিনায়ক বাবু ও আশরাফুলের গোল ব্যবধান আরও বাড়ায়। শেষ মুহূর্তে তাইপের হয়ে জেন একটি সান্ত্বনার গোল করলেও জয় থামাতে পারেনি তারা।
শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ কোরিয়া। এশিয়া কাপের চ্যাম্পিয়ন দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। আর শীর্ষ ছয়ের বাকি ৫ দল খেলবে বিশ্বকাপ বাছাই।