ওল্ড ট্র্যাফোর্ডে শেষ মুহূর্ত পর্যন্ত দোলাচলে থাকা ম্যাচে অবশেষে হাসি ফুটল ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকদের মুখে। ইনজুরি টাইমের ৯৭তম মিনিটে অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজের ঠান্ডা মাথার পেনাল্টিতে নবাগত বার্নলিকে ৩-২ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুমের প্রথম জয় তুলে নিয়েছে রুবেন আমোরিমের শিষ্যরা।
গেল বুধবার কারাবাও কাপে লিগ টু দলের গ্রিমসবি টাউনের কাছে লজ্জাজনক হারের পর সমালোচনার মুখে পড়েছিলেন ইউনাইটেড কোচ। তাই বার্নলির বিপক্ষে ম্যাচটি ছিল বাঁচা–মরার লড়াই। শুরুতেই চাপ প্রয়োগ করে খেলে ২৭ মিনিটে এগিয়ে যায় ইউনাইটেড। ক্যাসেমিরোর হেড ক্রসবারে লেগে প্রতিপক্ষ অধিনায়ক জশ কুলেনের গায়ে লেগে জালে জড়িয়ে গেলে প্রথম গোল পায় স্বাগতিকরা।
তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই লাইল ফস্টারের গোলে সমতায় ফেরে বার্নলি। এর কিছুক্ষণের মধ্যেই ব্রায়ান এমবেউমোর নিখুঁত ফিনিশে আবারও লিড নেয় ইউনাইটেড। কিন্তু গোলকিপার আলতাই বায়িন্দিরের ভুলে জেডন অ্যান্থনি গোল করলে আবার সমতায় ফেরে বার্নলি।
ম্যাচ যখন ড্রয়ের দিকে এগোচ্ছিল, তখনই নাটকীয় মুহূর্ত। স্টপেজ টাইমে আমাদ দিয়ালোর জার্সি টেনে ধরেন অ্যান্থনি। ভিএআরের সাহায্যে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। চরম চাপের মুহূর্তে এগিয়ে আসেন ব্রুনো ফার্নান্দেজ। আগের ম্যাচে পেনাল্টি মিস করলেও এবার জোরালো শটে দলকে জয়ের আনন্দ দেন পর্তুগিজ মিডফিল্ডার।
তবে জয় সত্ত্বেও ইউনাইটেডের খেলা এখনো ছন্দে ফিরেনি। গোলকিপারের একের পর এক ভুল চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। তারপরও সমর্থকরা শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই গর্জে ওঠেন, প্রিয় দলের প্রতি বিশ্বাসের বার্তা দিয়ে।
প্রিমিয়ার লিগে দিনের অন্য ম্যাচগুলোতে জয় পেয়েছে চেলসি, সান্ডারল্যান্ড, বোর্নমাউথ ও এভারটন। গোলশূন্য ড্র হয়েছে নিউক্যাসল ও লিডসের ম্যাচ। তবে গত সপ্তাহে ম্যানসিটিকে হারানো টটেনহ্যাম এবার হেরে গেছে।




























