
ভোজপুরি তারকা পবন সিংয়ের বিরুদ্ধে শরীরে আপত্তিকর স্পর্শের অভিযোগ তুলেছিলেন হরিয়ানার অভিনেত্রী অঞ্জলি রাঘব। ঘটনার প্রতিবাদে অঞ্জলি ঘোষণা দেন, তিনি আর ভোজপুরি ইন্ডাস্ট্রিতে কাজ করবেন না। তবে মাত্র একদিনের মধ্যে অভিনেত্রীর কাছে প্রকাশ্যে ক্ষমা চান পবন সিং।
সম্প্রতি একটি গানের প্রচার অনুষ্ঠানে একই মঞ্চে উপস্থিত ছিলেন অঞ্জলি রাঘব ও গায়ক-অভিনেতা পবন সিং। অনুষ্ঠান চলাকালে হঠাৎ অঞ্জলির কোমরে হাত রাখেন পবন। এতে ক্ষুব্ধ হয়ে অঞ্জলি অভিযোগ করেন, “কোনও মেয়েকে তার অনুমতি ছাড়া ছোঁয়া প্রথম থেকেই ভুল। এভাবে ছোঁয়া আরও বেশি ভুল।”

বলিউড বাবলের প্রতিবেদনে বলা হয়, ঘটনার পরদিন সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে পবন সিং বলেন, “আমার কোনও খারাপ উদ্দেশ্য ছিল না। তবে যদি আমার কাজে অঞ্জলি আহত হয়ে থাকেন, আমি আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।”
অভিনেতার ক্ষমা চাওয়ার বার্তা ইনস্টাগ্রামে শেয়ার করে অঞ্জলি লিখেছেন, “পবন জি তার ভুল স্বীকার করেছেন এবং ক্ষমা চেয়েছেন। তিনি আমার চেয়ে বড় শিল্পী। তাই আমি তাকে ক্ষমা করে দিলাম এবং বিষয়টি আর এগিয়ে নিতে চাই না।”