
বলিউডর গান মানেই নাচ, আর নাচ মানেই দর্শকদের জন্য এক অনন্য ভিজ্যুয়াল আনন্দ। বছরের পর বছর ধরে বলিউড আমাদের উপহার দিয়েছে অসংখ্য ডান্স-ফেসঅফ বা নাচের প্রতিযোগিতামূলক দৃশ্য, যেগুলো এখনও দর্শকদের মনে গেঁথে আছে। মাধুরী-ঐশ্বরিয়ার ‘ডোলা রে ডোলা’ থেকে শুরু করে রামচরণ-জুনিয়র এনটিআরের অস্কারজয়ী ‘নাটু নাটু’- এই সব গান ভারতীয় সিনেমার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
ভিডিও স্টোরি: বলিউডের আলোচিত ৫ ডান্স-ফেসঅফ

ডোলা রে ডোলা (দেবদাস)
বলিউডের ইতিহাসে সবচেয়ে আইকনিক নাচের লড়াইগুলোর একটি এটি। দেবদাস ছবিতে মাধুরী দীক্ষিত ও ঐশ্বরিয়া রাই বচ্চনের অনবদ্য সমন্বয়, শৈল্পিক ভঙ্গিমা ও সৌন্দর্য এই গানটিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

পিঙ্গা (বাজিরাও মস্তানি)
দীপিকা পাড়ুকোন ও প্রিয়াঙ্কা চোপড়ার ঐতিহ্যবাহী মহারাষ্ট্রীয় নাচ পিঙ্গা দর্শকদের মুগ্ধ করে। রেমো ডি’সুজার কোরিওগ্রাফি আর দু’জন অভিনেত্রীর অসাধারণ কেমিস্ট্রি গানটিকে সাংস্কৃতিকভাবে ব্যাপক প্রভাবশালী করে তোলে।

নাটু নাটু (আরআরআর)
অস্কার জয়ী এই গান শুধু ভারতের নয়, গোটা বিশ্বের দর্শকদের মাতিয়েছে। রামচরণ ও জুনিয়র এনটিআরের দুর্দান্ত এনার্জি আর প্রেম রক্ষিতের দ্রুততর কোরিওগ্রাফি গানটিকে ভাইরাল করেছে। ‘নাটু নাটু’ ভারতীয় সিনেমার আন্তর্জাতিক সাফল্যের মাইলফলক হয়ে আছে।

দিল তো পাগল হ্যায় (দিল তো পাগল হ্যায়)
মাধুরী দীক্ষিত ও করিশ্মা কাপুরের বিদ্যুতায়িত নাচ এই গানটিকে বলিউডের অন্যতম সেরা ফেসঅফে পরিণত করেছে। এতে শিয়ামক দাভারের কোরিওগ্রাফিতে শক্তিশালী সমন্বয় ও আভিজাত্যের ঝলক দেখা যায়।

জয় জয় শিবশঙ্কর (ওয়ার)
হৃতিক রোশন ও টাইগার শ্রফ, বলিউডের দুই সেরা নৃত্যশিল্পী, মুখোমুখি হয়েছেন এই গানে। হোলির রঙিন আবহে তাঁদের অসাধারণ স্টেপ আর এনার্জি গানটিকে দিয়েছে ভিজ্যুয়ালি এক অসাধারণ মাত্রা।
সূত্র: ডিএনএ ইন্ডিয়া