রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ১ সেপ্টেম্বর ২০২৫, ১০:১০ অপরাহ্ন
শেয়ার

আপত্তিকর স্পর্শের ঘটনায় ভোজপুরি সিনেমা ছেড়ে দেওয়া কে এই অঞ্জলি রাঘব?


Anjali-Raghav
বিখ্যাত হরিয়ানভি গায়িকা ও অভিনেত্রী অঞ্জলি রাঘব সম্প্রতি ভোজপুরি তারকা পবন সিংহের সঙ্গে এক বিতর্কে জড়ান। একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, মঞ্চে পারফরম্যান্স চলাকালে পবন সিংহ তাকে অনুমতি ছাড়া অনুপযুক্তভাবে স্পর্শ করেন। এ ঘটনায় অনলাইনে ব্যাপক সমালোচনা শুরু হলে অঞ্জলি প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন। পরে পবন সিংহ ক্ষমা চান।

কে এই অঞ্জলি রাঘব?

অঞ্জলি রাঘব হরিয়ানভি সংগীত জগতের সুপরিচিত মুখ। এক দশকের বেশি সময় ধরে তিনি অসংখ্য জনপ্রিয় শিল্পীর সঙ্গে কাজ করেছেন। তার গাওয়া জনপ্রিয় গানের মধ্যে রয়েছে- স্যান্ডল, ছোটকি বজনা ছোড়, বাবু আলা রাজদূত, ম্যাডাম নাচে নাচে ও এতবার কি হলিডে।

হরিয়ানভি ইন্ডাস্ট্রিতে সাফল্যের পাশাপাশি অঞ্জলি বলিউডেও কাজ করেছেন। তিনি ‘তেওয়ার’ ছবিতে অভিনয় করেছিলেন, যেখানে নায়ক-নায়িকা ছিলেন অর্জুন কাপুর ও সোনাক্ষী সিনহা। যদিও তার ভূমিকাটি ছোট ছিল, তবুও বলিউডে কাজের অভিজ্ঞতা তাকে আলোচনায় আনে।

অঞ্জলি রাঘব সোশ্যাল মিডিয়ায়ও ভীষণ সক্রিয়। শুধু ইনস্টাগ্রামেই তার অনুসারীর সংখ্যা ১৮ লাখের বেশি। তিনি নিয়মিত তার নতুন গান ও প্রকল্পের খবর ভক্তদের সঙ্গে ভাগ করে নেন।

ঘটনার পর সিদ্ধান্ত

পওন সিংহের সঙ্গে মঞ্চের সেই ঘটনার পর অঞ্জলি ইনস্টাগ্রামে ভিডিও বার্তায় জানান, তিনি ভীষণ কষ্ট পেয়েছেন এবং কান্না চেপে রাখতে পারছিলেন না। তিনি বলেন, “কোনো মেয়েকে অনুমতি ছাড়া স্পর্শ করা খুবই ভুল।”

অঞ্জলি আরও জানান, “আমি আর ভোজপুরি ইন্ডাস্ট্রিতে কাজ করব না। আমি শিল্পী, তাই নতুন কিছু চেষ্টা করার ইচ্ছে ছিল। তবে আমি আমার পরিবার ও হরিয়ানাতে খুশি আছি।”

এই ঘটনাকে কেন্দ্র করে একদিকে যেমন ভোজপুরি ইন্ডাস্ট্রিতে নারী শিল্পীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে, অন্যদিকে অঞ্জলির সাহসী অবস্থান সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।