রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজনেস ২ সেপ্টেম্বর ২০২৫, ৯:০৩ পূর্বাহ্ন
শেয়ার

জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টের মধ্যে চুক্তি


nu-unique-hotelশিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় ও দেশের অন্যতম বৃহৎ হোটেল চেইন ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) ঢাকার শেরাটন হোটেলে এই চুক্তি সই হয়।

এই চুক্তির অধীনে, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট তাদের দুটি পাঁচ তারকা হোটেল—ঢাকা শেরাটন ও দ্য ওয়েস্টিন—এর মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ট্যুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট সংক্রান্ত প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সহযোগিতা প্রদান করবে। এর ফলে শিক্ষার্থীরা হাতে-কলমে শিক্ষা লাভ করতে পারবে এবং নিজেদের ক্যারিয়ারের জন্য প্রস্তুত করতে পারবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ.এস.এম. আমানুল্লাহ। তিনি বলেন, ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া লিংকেজ’ ছাড়া শিক্ষার্থীদের ক্যারিয়ারে কোনো সুফল আসবে না, বরং বেকারত্ব আরও বাড়বে। তিনি আরও বলেন, বর্তমানে দেশ-বিদেশে ট্যুরিজম ও হসপিটালিটি সেক্টরের চাহিদা বাড়ছে, তাই এই খাতের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। যথাযথ প্রশিক্ষণ পেলে দেশের গ্র্যাজুয়েটরা যেমন বিশ্ব বাজারে নিজেদের মেলে ধরতে পারবে, তেমনি উদ্যোক্তা হিসেবেও সফল হতে পারবে।

বিশেষ অতিথির বক্তব্যে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টের প্রধান নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে দক্ষ জনশক্তির বিকল্প নেই এবং এর জন্য সময়োপযোগী প্রশিক্ষণের প্রয়োজন। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষ জনশক্তিতে রূপান্তরে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. নুরুল ইসলামসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই চুক্তিটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান উদ্যোগের একটি অংশ, যার মাধ্যমে তারা শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ারভিত্তিক শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগ নিশ্চিত করতে দেশি-বিদেশি বিভিন্ন সংস্থা ও বিশ্ববিদ্যালয়ের সাথে চুক্তি করে আসছে।