রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বিনোদন ডেস্ক বিনোদন ২ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৩ পূর্বাহ্ন
শেয়ার

বিতর্ক পেরিয়ে গানে ফিরছেন নোবেল


nobelবিতর্ক আর সমালোচনা যেন নিত্যসঙ্গী গায়ক মইনুল আহসান নোবেলের। ব্যক্তিগত নানা ঘটনার কারণে আলোচনায় থাকলেও এবার নতুন করে আলোচনায় এসেছেন অন্য কারণে—গানে ফেরার ঘোষণা দিয়েছেন তিনি।

দীর্ঘদিন আড়ালে থাকার পর আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রংপুরের গঙ্গাচড়ায় একটি কনসার্টে মঞ্চে উঠবেন নোবেল। ‘জুলাই ৩৬ গোল্ডকাপ বিজয় সংবর্ধনা’ উপলক্ষে গঙ্গাচড়া উপজেলা পরিষদ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

গঙ্গাচড়াবাসীর উদ্দেশ্যে এক ভিডিওবার্তায় নোবেল বলেন, “হ্যালো গঙ্গাচড়াবাসী, আমি নোবেল। আমি আসছি ২ সেপ্টেম্বর, মঙ্গলবার… আমি আসছি, আপনারা আসছেন তো? দেখা হবে, গানে গানে।”

ভিডিওতে নোবেলকে দেখা গেছে নতুন লুকে—কাঁধ ছোঁয়া চুল, আত্মবিশ্বাসী ভঙ্গিমা। আগের বিধ্বস্ত চেহারার বদলে এই পরিবর্তনে ভক্তরা যেমন বিস্মিত, তেমনি আশাবাদী হয়েছেন তার সংগীতজীবন নিয়ে।

এর আগে নারী নির্যাতন মামলায় চলতি বছরের ১৯ মে গ্রেফতার হয়েছিলেন নোবেল। পরে কারাগার থেকেই মামলার বাদী তরুণীকে বিয়ে করেন তিনি। এরপর জামিনে মুক্তি পান নোবেল।