
সঙ্গীত ছাড়া সিনেমা কি কল্পনা করা যায়? গান যেন ছবির প্রাণ। আর সেই গান যদি হয় সোনু নিগমের কণ্ঠে, তবে মধুরতার মাত্রাই অন্যরকম। হৃদয় ছুঁয়ে যাওয়া সুরেলা কণ্ঠে তিনি শুধু মন ভালো করেন না, দর্শক-শ্রোতার আবেগকেও গভীরভাবে নাড়া দেন।
লং ড্রাইভে প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর মুহূর্তগুলোকে আরও স্মরণীয় করে তুলতে বাংলা টেলিগ্রাফের পাঠকদের জন্য দেওয়া হলো সোনু নিগমের সেরা ৭টি গানের তালিকা-

১. কাল হো না হো (শিরোনাম গান- কাল হো না হো)
শাহরুখ খানের উপস্থিতি আর নিউইয়র্কের ব্যস্ত রাস্তায় দৌড়ানো দৃশ্যের সঙ্গে মিশে যায় নিগমের কণ্ঠের মায়া। একইসঙ্গে সুখ-দুঃখের আবেগ জাগিয়ে তোলে গানটি। সময় যতই পেরিয়ে যাক, এই গান ক্রমেই হয়ে উঠছে অমলিন।

২. সাও দরদ (জান-এ-মান)
সালমান খানের হৃদয়বিদারক অভিনয় আর সোনুর কণ্ঠ মিলে এই গানকে বানিয়েছে বেদনার প্রতীক। যে কোনো সময় মন খারাপের সঙ্গী হতে পারে এটি। নিগমের নাম উচ্চারিত হলে এই গানও স্মৃতিতে ভেসে ওঠে।

৩. দো পাল (বীর জারা)
শাহরুখ খান ও প্রীতি জিনতার রসায়নের সঙ্গে নিগমের জাদুকরী কণ্ঠ, ফলাফল অসাধারণ। ২১ বছর পরও গানটি শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যায়।

৪. তনহাই (দিল চাহতা হ্য়ায়)
আমির খান অভিনীত এই গান ভাঙা হৃদয়ের প্রতীক হয়ে উঠেছিল। ছবিটি ছিল সময়ের চেয়ে এগিয়ে, তবে সোনুর কণ্ঠের এই দুঃখের গান আজও শ্রোতাদের মনে গভীর প্রভাব ফেলে।

৫. সাথিয়া (শিরোনাম গান- সাথিয়া)
রানি মুখার্জি ও বিবেক ওবেরয়ের রোমান্টিক আবেশকে সুরেলা কণ্ঠে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন সোনু। প্রেম নিবেদনের মুহূর্তে বাজানোর মতো উপযুক্ত গান এটি।

৬. ম্যায় হুঁ না (শিরোনাম গান- ম্যায় হুঁ না)
শাহরুখ খানের সঙ্গে সোনু নিগমের কণ্ঠ যেন স্বাভাবিকভাবে মিশে যায়। গানটি প্রমাণ করে, কতটা সহজাতভাবে নিগম তার সঙ্গীতকে প্রাণবন্ত করে তুলতে পারেন।

৭. পরদেশিয়া (পরম সুন্দরী)
জাহ্নবী কাপুর ও সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত ‘পরম সুন্দরী’ ছবির এই গান ইতিমধ্যেই তরুণ প্রজন্মের প্রিয় হয়ে উঠেছে। নিগমের সর্বশেষ এই হিট ট্র্যাক এখনকার প্রেমের সেরা সংগীত হিসেবে জায়গা করে নিয়েছে।
সূত্র: পিঙ্কভিলা


























