রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ৩ সেপ্টেম্বর ২০২৫, ৭:১০ অপরাহ্ন
শেয়ার

জাবি ছাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনায় ক্ষতিপূরণে ছাড়া হলো ২৮ বাস


Rajdhani-Paribahan
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হালিমা খাতুনকে চলন্ত বাসে ওঠার সময় ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছিল ঢাকা-আরিচা মহাসড়কে। ঘটনাটির প্রতিবাদে শিক্ষার্থীরা টানা প্রায় ১৬ ঘণ্টা ধরে রাজধানী পরিবহনের ২৮টি বাস আটক করে রাখে। শেষ পর্যন্ত ক্ষতিপূরণ ও মুচলেকার ভিত্তিতে আজ বুধবার দুপুরে আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলমের উপস্থিতিতে পরিবহন মালিকপক্ষ ও শিক্ষার্থীদের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় মালিকপক্ষ ভুক্তভোগী শিক্ষার্থীকে ৩০ হাজার টাকা ক্ষতিপূরণ প্রদান করে এবং ভবিষ্যতে শিক্ষার্থীদের সঙ্গে সম্মানজনক আচরণের প্রতিশ্রুতি দেয়। একইসঙ্গে তারা লিখিত মুচলেকাও দিয়েছে।

প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম বলেন, “মালিকপক্ষ তাদের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে ভালো ব্যবহার করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে এবং ভুক্তভোগী শিক্ষার্থীকে ৩০ হাজার টাকা ক্ষতিপূরণ দিয়েছে।”

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় টিউশন শেষে ফেরার পথে সাভারের থানা স্ট্যান্ড থেকে রাজধানী পরিবহনের একটি বাসে উঠছিলেন হালিমা খাতুন। তিনি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

বাসে ওঠার পর হেলপার প্রথমে তাঁর গন্তব্য জানতে চান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শুনে আবারও প্রশ্ন করেন। দ্বিতীয়বারও একই উত্তর দেওয়ার পর হেলপার তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেন, আর ততক্ষণে বাস চালক বাস চালিয়ে দেন। এতে হালিমা চলন্ত গাড়ি থেকে পড়ে গিয়ে পায়ে আঘাত পান।

ঘটনার পর হালিমা খাতুন ফেসবুকে একটি পোস্ট দিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন। সেখানে তিনি লেখেন, “আজ বিকেল ৫টা ৩০ মিনিটের দিকে আমি টিউশন শেষে থানা স্ট্যান্ড থেকে বাসে উঠি। হেলপার আমার গন্তব্য জিজ্ঞেস করলে আমি জাহাঙ্গীরনগর বলি। পরে আবারও জিজ্ঞেস করে, আমি একই উত্তর দিলে হেলপার আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। আমি চলন্ত বাস থেকে পড়ে গিয়ে আহত হই। এর আগেও আমাকে এ ধরনের পরিস্থিতির শিকার হতে হয়েছে।”

ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ শিক্ষার্থীরা রাতেই ঢাকা-আরিচা মহাসড়কে রাজধানী পরিবহনের ২৮টি বাস আটক করে রাখে। টানা রাতভর এই অবরোধ চলতে থাকে। পরে আজ দুপুরে সমঝোতার মাধ্যমে শিক্ষার্থীরা বাসগুলো ছেড়ে দেয়।