রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
স্পোর্টস ডেস্ক খেলা ৪ সেপ্টেম্বর ২০২৫, ৯:১৯ পূর্বাহ্ন
শেয়ার

মেসি-রোকুজ্জোর বিয়ের সেই চুম্বনের ছবি জিতল আন্তর্জাতিক পুরস্কার


Messi
‘যদিও ছবিটি কয়েক বছর আগের, তবু এখনো মুহূর্তটা স্পষ্ট মনে করতে পারি’- নিজের ইনস্টাগ্রামে লিখেছেন আর্জেন্টিনার রোজারিওর আলোকচিত্রী আন্দ্রেস প্রেউমাইর। তিনি লিখছিলেন ২০১৭ সালের ৩০ জুনের এক অনন্য মুহূর্তের কথা, লিওনেল মেসি ও আন্তোনেলা রোকুজ্জোর বিয়ের পরের সেই ঠোঁটে চুম্বনের ছবি, যেখানে পাশে দাঁড়িয়ে থাকা তাঁদের বড় ছেলে থিয়াগো লজ্জায় মুখ ফিরিয়ে দু’চোখ ঢেকে ফেলেছিল।

সম্প্রতি এই ছবিই প্রেউমাইরকে এনে দিয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি। তিনি জিতেছেন ইন্সপিরেশন ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন পুরস্কার। এটি বিশ্বখ্যাত এক সংগঠন, যেখানে বিয়ে, পরিবার, প্রতিকৃতি ও প্রামাণ্যচিত্রের আলোকচিত্রী এবং চলচ্চিত্র নির্মাতারা যুক্ত আছেন।

প্রেউমাইর জানিয়েছেন, ছবিটির সৌন্দর্যের সঙ্গে জড়িয়ে আছে এক অনন্য গল্প। বিয়ের পর সবাই মেসি-রোকুজ্জোর চুম্বনের অপেক্ষায় ছিলেন। ঠিক সেই মুহূর্তেই আসে চমক, মাত্র ৪ বছর ৭ মাস বয়সী থিয়াগোর স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া। প্রেউমাইর দ্রুত জায়গা বদলে তাঁকেও ফ্রেমে নেন। তবে ছবিটি কেমন হয়েছে, তা তিনি বুঝতে পারেন কয়েক ঘণ্টা পর।

সেই ছবি প্রথম প্রকাশিত হয় ২০২০ সালের ৩০ জুন, তাঁদের তৃতীয় বিবাহবার্ষিকীতে। সামাজিক যোগাযোগমাধ্যমে মেসি-রোকুজ্জো ভালোবাসায় ভরা একটি ভিডিও পোস্ট করলে, সেখানেই ছবিটি দেখা যায়। পরবর্তীতে ছবিটি মেসির পারিবারিক অ্যালবামের অংশ হয়ে যায়।

Praimer

আলোকচিত্রী আন্দ্রেস প্রেউমাইর

এবার ৬৯তম আসরে শত শত ছবির মধ্য থেকে বিশেষজ্ঞদের ভোটে পুরস্কৃত হলো প্রেউমাইরের তোলা সেই বিশেষ মুহূর্ত।

উল্লেখ্য, শৈশবেই মেসি-রোকুজ্জোর পরিচয়, যা সময়ের সঙ্গে ভালোবাসায় রূপ নেয়। দূরত্বও তাঁদের আলাদা করতে পারেনি। শেষ পর্যন্ত ২০১৭ সালের ৩০ জুন জন্মশহর রোজারিওতে বিয়ে করেন তাঁরা। রোজারিও সিটি সেন্টার হোটেল কমপ্লেক্সে আয়োজিত সেই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন ২৬০ জন অতিথি, যার মধ্যে ছিলেন পরিবারের সদস্য থেকে শুরু করে বিশ্বের অনেক তারকা ফুটবলার।

আট বছর আগে তোলা একটি ছবিই আজ আলোকচিত্রী আন্দ্রেস প্রেউমাইরের ক্যারিয়ারকে পৌঁছে দিয়েছে নতুন উচ্চতায়।