সোমবার । ডিসেম্বর ৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক ফিচার ৪ সেপ্টেম্বর ২০২৫, ৩:৫৩ অপরাহ্ন
শেয়ার

চীনের জলনগরী মিংশুই


Mingshui cover

পূর্ব চীনের শানতং প্রদেশে অবস্থিত ঐতিহাসিক জলনগরী মিংশুই। প্রাচীন এই শহরটি বাইমাই ঝর্ণার আশীর্বাদপুষ্ট। যার স্বচ্ছ জলধারা দর্শনার্থীদের জন্য এক বিশেষ আকর্ষণ।

চীনের চিনান শহরের চাংছিউ জেলায় অবস্থিত এই শহরটি মূলত সং রাজবংশের (৯৬০-১২৭৯) শিল্প ও সংস্কৃতির স্বর্ণযুগকে কেন্দ্র করে সাজানো হয়েছে। এর ফলে পর্যটকরা এখানে এসে এক ঐতিহাসিক আবহে ডুব দেওয়ার সুযোগ পান।

Mingshui 2

প্রতি সপ্তাহান্তে এই নয়নাভিরাম এলাকায় সঙ্গীত, আতশবাজি, অ্যাক্রোব্যাটিক্স এবং লোকশিল্পের মনোমুগ্ধ প্রদর্শনী দর্শনার্থীদের জন্য এক উৎসবমুখর পরিবেশ তৈরি করে। পাশাপাশি আছে বিভিন্ন ধরনের সুস্বাদু স্থানীয় খাবারের আয়োজন।

Mingshui 3

চলতি বছরের প্রথম আট মাসে প্রাচীন মিংশুই শহরে ১০ লক্ষেরও বেশি পর্যটক এসেছেন।

Mingshui 4

জলনগরী মিংশুইয়ের প্রাকৃতিক সৌন্দর্য্যের পাশাপাশি রাতের পর্যটন বা ‘নাইট ইকোনমি’র বিশেষ আয়োজন পর্যটকদের দারুণভাবে আকর্ষন করছে।