রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ৪ সেপ্টেম্বর ২০২৫, ৯:১১ অপরাহ্ন
শেয়ার

৮০’র দশকে পাকিস্তানি ক্রিকেটারের প্রেমে মজেছিলেন রেখা!


Rekha
বলিউডের কিংবদন্তি অভিনেত্রী রেখা বরাবরই আলোচনায় থেকেছেন- কখনো অভিনয়ের জন্য, আবার কখনো ব্যক্তিগত জীবনের কারণে। অমিতাভ বচ্চনের সঙ্গে তার সম্পর্ক নিয়ে যত আলোচনা হয়েছে, কম-বেশি সবারই জানা। তবে জানেন কি, ৮০’র দশকে রেখার নাম জড়িয়ে ছিল পাকিস্তানের সাবেক ক্রিকেট তারকা ও পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী হওয়া ইমরান খানের সঙ্গেও?

তৎকালীন সংবাদমাধ্যমের খবরে জানা যায়, রেখা ও ইমরান খান একে অপরের প্রেমে গভীরভাবে ডুবে ছিলেন এবং বিয়ের পরিকল্পনাও করেছিলেন। তবে শেষ পর্যন্ত সেই সম্পর্ক পরিণতি পায়নি। খবর ডিএনএ ইন্ডিয়ার।

১৯৮০’র দশকে মুম্বাইতে রেখা ও ইমরান খানকে একাধিকবার একসঙ্গে দেখা গেছে। তাদের কাছাকাছি মুহূর্তগুলো গণমাধ্যমে ছড়িয়ে পড়ায় গুঞ্জন আরও জোরালো হয়। ১৯৮৫ সালের একটি প্রতিবেদনে দাবি করা হয়, ইমরান খান কয়েক সপ্তাহ মুম্বাইতে কাটিয়েছিলেন এবং এ সময় সমুদ্রসৈকতে দুজনকে ঘনিষ্ঠভাবে সময় কাটাতে দেখা গেছে।

প্রতিবেদনে লেখা হয়, “যারা রেখা ও ইমরানকে একসঙ্গে দেখেছেন, তারা তাদের মধ্যে গভীর প্রেম অনুভব করেছেন এবং বিশ্বাস করেছেন যে তারা একে অপরকে নিঃশর্তভাবে ভালোবাসতেন।”

প্রতিবেদনে আরও বলা হয়, রেখার মা পুষ্পাভল্লী ইমরান খানকে ভীষণ পছন্দ করতেন। এমনকি তিনি দিল্লিতে গিয়ে এক জ্যোতিষীর সঙ্গে পরামর্শও করেছিলেন, ইমরান তার মেয়ের জন্য উপযুক্ত সঙ্গী হবেন কিনা তা জানার জন্য। জ্যোতিষী কী বলেছিলেন, তা স্পষ্ট না হলেও রেখার মা নাকি নিশ্চিত হয়েছিলেন যে ইমরানকে পরিবারের অংশ হিসেবে মেনে নেওয়া যেতে পারে।

তবে বারবার খবর প্রকাশিত হলেও রেখা বা ইমরান- কেউই কখনো প্রকাশ্যে তাদের সম্পর্কের সত্যতা স্বীকার করেননি। শেষ পর্যন্ত কেন এই সম্পর্ক ভেঙে গেল বা কেন বিয়ে হয়নি, তা আজও রহস্য হয়েই রয়ে গেছে।