
চীনের হেইলংচিয়াং প্রদেশের হারবিন ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের শিপবিল্ডিং ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক লি কুয়োরুইয়ের নেতৃত্বে একদল চীনা গবেষক সম্প্রতি গভীর সমুদ্র অনুসন্ধানে একটি নতুন ‘সফট রোবট’ তৈরি করেছে।
মাছের মতো রোবটটি ৩২ সেন্টিমিটার লম্বা। এর পাখার বিস্তৃতি ১৮ সেন্টিমিটারিএবং ওজন মাত্র ৬৭০ গ্রাম। গভীর সমুদ্রের অন্ধকারে এটি অন্যান্য মাছের সাথে নমনীয়ভাবে চলতে পারে।
ইলেকট্রোহাইড্রলিক-চালিত সফট রোবটটি চীনা জাহাজ গবেষণা কেন্দ্র এবং চ্যচিয়াং বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণায় তৈরি। গভীর সমুদ্রের চরম চাপ ও কম তাপমাত্রার সঙ্গে মানিয়ে চলতে পারবে এটি। পরিবেশের ক্ষতিও কমায়।
ইলেকট্রোহাইড্রলিক ইউনিট একটি পাতলা ঝিল্লি শেল, নমনীয় ইলেকট্রোড এবং ডাইইলেকট্রিক তরল দিয়ে তৈরি।
২০২৪ সালের জুনে দক্ষিণ চীন সাগরে ৩১৭৬ মিটার গভীরে রোবটটির জটিল গতিপথ, স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ এবং চরম পরিবেশ পর্যবেক্ষণ পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছিল। জুলাইতে রোবটটিকে নামানো হয় ৪০৭০ মিটার গভীরে।
চীনা গবেষকরা আরও ক্ষুদ্র, সংবেদনশীল ও যোগাযোগ সক্ষম সফট রোবট তৈরি করতে কাজ করছেন, যা সমুদ্রের জীববৈচিত্র্য পর্যবেক্ষণে নতুন পথ খুলবে।