রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক ধর্ম ৬ সেপ্টেম্বর ২০২৫, ৯:০২ পূর্বাহ্ন
শেয়ার

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)


eid-e-miladunnobiআজ শনিবার (৬ সেপ্টেম্বর) ১২ রবিউল আউয়াল, বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস। দিনটিকে সারা বিশ্বের মুসলমানরা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালন করে থাকেন।

হজরত মুহাম্মদ (সা.) ৫৭০ খ্রিস্টাব্দে আজকের এই দিনে সৌদি আরবের মক্কায় কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তিনি শান্তির ধর্ম ইসলাম প্রচার করে মানবতার মুক্তি, ন্যায় ও সাম্যের বাণী ছড়িয়ে দেন। ৬৩২ খ্রিস্টাব্দের ১২ রবিউল আউয়ালেই তিনি ইহলোক ত্যাগ করেন। শৈশবেই বাবা-মা হারালেও তিনি বিনয়, দয়া, সহনশীলতা ও মানবিক গুণাবলির শ্রেষ্ঠ উদাহরণ হয়ে ওঠেন।

দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি আশা প্রকাশ করেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) সবার মাঝে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে। একই সঙ্গে তিনি মুসলিম উম্মাহর ঐক্য সুসংহত হওয়ার আহ্বান জানান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বাণী দিয়েছেন। তারেক রহমান বলেন, মহানবী (সা.) অবহেলিত, বঞ্চিত ও দুঃখী মানুষের সেবায় অতুলনীয় উদাহরণ রেখে গেছেন। তাঁর শিক্ষা-আদর্শ জীবনে প্রতিফলিত করার আহ্বান জানান তিনি।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বিবৃতিতে বলেন, ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া মানবজাতির কল্যাণ সম্ভব নয়।

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকার, রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠন আলোচনা, মিলাদ, কিরাত ও স্বরচিত কবিতা পাঠের আসর, দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি গ্রহণ করেছে। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়ার উদ্যোগে সকাল ১০টায় জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ শেষে শান্তি সমাবেশ হবে। এতে শীর্ষ আলেম-ওলামা, ইসলামি চিন্তাবিদ ও গবেষকরা উপস্থিত থাকবেন।

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররমে পক্ষকালব্যাপী অনুষ্ঠান, সেমিনার, কিরাত, হামদ-নাত ও কবিতা পাঠের আয়োজন করা হয়েছে। পাশাপাশি দেশবরেণ্য আলেম-ওলামা ও গবেষকদের লেখা সিরাত স্মরণিকা প্রকাশ করা হয়েছে।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে ১৩ সেপ্টেম্বর থেকে মাসব্যাপী ইসলামি বইমেলা শুরু চলছে। এতে দেশি-বিদেশি প্রকাশনা সংস্থা অংশ নেবে, প্রায় ২০০ স্টল থাকবে।

ঢাকা মহানগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। কিরাত, আজান, হামদ-নাত, রচনা, কবিতা, বক্তৃতা ও খুতবা লিখন প্রতিযোগিতা হবে ১৫-১৬ সেপ্টেম্বর।

এ ছাড়া ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে নানা কর্মসূচি পালিত হচ্ছে।

দিনটি উপলক্ষে আজ দেশে সরকারি ছুটি।