রবিবার । ডিসেম্বর ৭, ২০২৫
বিনোদন ডেস্ক বিনোদন ৬ সেপ্টেম্বর ২০২৫, ৭:৪৮ অপরাহ্ন
শেয়ার

অমিতাভ-অক্ষয়দের সহ-অভিনেতা আশীষ বরাং আর নেই


asisবলিউডের জনপ্রিয় পার্শ্বচরিত্র অভিনেতা আশীষ বরাং আর নেই। শুক্রবার (৫ সেপ্টেম্বর) ৫৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আনুষ্ঠানিকভাবে মৃত্যুর কারণ ঘোষণা করা হয়নি। তবে পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, আশীষ বরাং দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ভাই অভিজিৎ বরাং।

অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে। স্বাধীন চলচ্চিত্র নির্মাতা অরীন পাল সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘আশীষ বরাংয়ের মৃত্যুর খবরে আমি শোকস্তব্ধ। তার সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছিল আমার। তার আত্মার শান্তি কামনা করি।’

আশীষ বরাং হিন্দি ও মারাঠি ভাষার অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। দর্শকের কাছে তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন পুলিশ অফিসারের চরিত্রে, যা তার ক্যারিয়ারের বড় মাইলফলক হয়ে দাঁড়ায়। তাকে সর্বশেষ দেখা গিয়েছিল রোহিত শেঠি পরিচালিত ‘সূর্যবংশী’ সিনেমায়, যেখানে অক্ষয় কুমারের সঙ্গে তার অভিনয় দর্শকের মনে দাগ কেটেছিল।

এছাড়া *‘দৃশ্যম’ (২০১৫), ‘মার্দানি’, ‘সিম্বা’, ‘সার্কাস’, ‘এক ভিলেন রিটার্নস’*সহ বহু জনপ্রিয় সিনেমায় তিনি অভিনয় করেছেন। শুধু সিনেমা নয়, ২০১৯ সালে মুক্তি পাওয়া আলোচিত ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’–এর প্রথম সিজনেও দেখা গিয়েছিল তাকে।

অভিনয় জীবনে আশীষ বরাংয়ের সুযোগ হয়েছিল বলিউডের বহু তারকার সঙ্গে কাজ করার। অমিতাভ বচ্চন, আমির খান, অজয় দেবগণ, অক্ষয় কুমার, রানি মুখার্জি, ক্যাটরিনা কাইফ, রণবীর সিং, জন আব্রাহাম থেকে শুরু করে খ্যাতনামা পরিচালক রোহিত শেঠির মতো তারকাদের সঙ্গে একাধিকবার স্ক্রিন শেয়ার করেছেন তিনি।

তার মৃত্যুতে বলিউডের সহকর্মীরা ও ভক্তরা গভীর শোক প্রকাশ করেছেন এবং তার আত্মার শান্তি কামনা করেছেন।